Flights Time Table: অন্ডাল থেকে বাগডোগরা ও গুয়াহাটি রুটে বিমান পরিষেবা চালু হতে চলেছে, জেনে নিন বিস্তারিত

প্রত্যেকদিন হাজার হাজার মানুষ বিমান পরিষেবার সুবিধা নেয়। তাই বিগত কিছু বছর ধরে বিমানের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। এবার সেই লিস্টে যুক্ত হল বাগডোগরা ও গুয়াহাটি রুটে বিমান পরিষেবা। আগামী ৩০ শে অগাস্ট অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে শুরু হতে হবে বিমান। সারা সপ্তাহে মোট চারদিন ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা যাবে বিমান। বাকি তিনদিন সেটি অন্ডাল হয়ে যাবে গুয়াহাটি।

হাইলাইটস:

১। বাগডোগরা ও গুয়াহাটি রুটে বিমান পরিষেবা চালু হবে।

২। আগামী ৩০ অগাস্ট অন্ডাল থেকে শুরু হবে বিমান।

৩। নতুন পরিষেবা নিয়ে আশাবাদী বিমান কর্তৃপক্ষ।

বিমানটি সোম, বুধ, শুক্র ও রবিবার ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা যাত্রা করবে। প্রথমে ভুবনেশ্বর থেকে সকাল সওয়া ১১টা নাগাদ ছেড়ে ১২টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি অন্ডালে নামবে। তারপর সেই বিমানটি দুপুর সওয়া ১টা নাগাদ অন্ডাল ছেড়ে বাগডোগরার উদ্দেশে উড়ে যাবে। ঠিক একইভাবে সেটি বাগডোগরা থেকে দুর্গাপুর হয়ে ভুবনেশ্বরে পৌঁছবে সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ।

আর বাকি মঙ্গল, বৃহস্পতি, শনিবার বিমান অন্ডাল হয়ে গুয়াহাটি যাবে। অন্ডাল থেকে সপ্তাহে চার দিন বিমান যায় মুম্বইয়ের উদ্দেশ্যে। এছাড়াও সপ্তাহে সাত দিনই বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লিতে চলছে বিমান। কিন্তু এবার ভুবনেশ্বর ও গুয়াহাটি রুটে চালু হল পরিষেবা।

এই পরিষেবা নিয়ে আশাবাদী বিমান কর্তৃপক্ষ। এই বিষয়ে অন্ডাল বিমানবন্দরের জেনারেল ম্যানেজার কৈলাশ মণ্ডল জানান, আশা করা যায় যাত্রীদের মধ্যে জনপ্রিয় হবে রুটটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...