সামনেই আমাদের সাগরমেলা। এ বছর আবার কুম্ভ মেলাকে ঘিরে জোর কথা হচ্ছে। কিন্তু এ নিয়ে প্রায় সকলেই একমত- কুম্ভ মেলার জন্য সাগরমেলায় জনসমাগম কিছু কম হবেনা। এ মাসের ১৪-১৫ তারিখ সাগরমেলার পুণ্যস্নান। আবার শাহীস্নান ও রয়েছে ১৫ তারিখে। তবে ৪ ও ১০ ফেব্রুয়ারিতেও এই শাহীস্নান সারা যাবে। ফলে এক যাত্রাতেই দুই মহাস্নানের পুণ্য অর্জন করতে চাইছেন ভক্তরা। ১৫ জানুয়ারি মকর স্নান সেরেই ভক্তরা কুম্ভের উদ্দেশ্যে পাড়ি দেবেন। এই উপলক্ষ্যে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে এলাহাবাদে সরাসরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে ১৩ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত চলাচল করবে এই বিমান পরিষেবা। এ-আই ৭৬৯ বিমানটি কলকাতা থেকে দুপুর ২টো ৪০ মিনিটে ছাড়বে এবং এলাহাবাদ পৌঁছবে ৪টে ৩০ মিনিটে। মঙ্গলবার, শুক্রবার ও রবিবার এই বিমানটি কলকাতা থেকে ছাড়বে। অপরদিকে একইদিনে এলাহাবাদ থেকে বেলা ১২.০৫ মিনিটে ছেড়ে দুপুর ২টো ৫ মিনিটে কলকাতায় পৌঁছবে এই বিশেষ বিমান। পাশাপাশি আমেদাবাদ ও দিল্লি থেকেও কুম্ভ পুণ্যার্থীদের জন্য বিমান পরিষেবা শুরু করেছে এয়ার ইন্ডিয়া। তাহলে যাঁরা সম্প্রতি প্ল্যান করেছেন কুম্ভ মেলায় যাওয়ার জন্য, তাঁরা আর আশাহত হবেন না। আপনাদের জন্যও এয়ার ইন্ডিয়া সুযোগ রেখেছে শাহীস্নানের।