জলের ড্রাম দিয়ে ইউরিনাল তৈরি করে পুরস্কার পেল পাঁচ ছাত্র

নামমাত্র খরচে জলের বোতল দিয়ে ইউরিনাল তৈরি করে জাতীয় নকশা প্রতিযোগিতায় পুরস্কার জিতে নিল তামিলনাড়ুর স্কুলের পাঁচ খুদে পড়ুয়া| ২০১৬ সালে, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর একটি গ্রামে ইউনিয়ন মিডল স্কুলের চারজন ছাত্র স্কুল কম্পাউন্ডে প্রস্রাবের জন্য স্বাস্থ্যকর স্যানিটারি পদ্ধতির প্রচারের জন্য প্লাস্টিকের বড় জলের ক্যান ব্যবহার করে  ইউরিনাল তৈরি করে| কারণ ওই স্কুলে ইউরিনাল তৈরির আগে ছেলেদের জন্য ওয়াশরুম বা টয়লেটের কোনো বন্দোবস্তই ছিল না| প্রস্রাবের জন্য খোলা মাঠের পাশে একটি ভাঙ্গা পাঁচিলের গায়ে সকলে টয়লেট করত। অত্যন্ত অস্বাস্থ্যকর এই ব্যবস্থায় যেমন দুর্গন্ধ বেরোত তেমনি রোগ ছড়ানোর আশংকা থাকত|

১৩ বছরের পাঁচজন স্কুলের ছাত্র ছেলে সুপিক প্যান্ডিয়ান,  সন্তোষ,  ধীনিথী,  রাগুল এবং প্রভারহান 'সিকিওর পিসিং সিস্টেম'  নামের এই ইউরিনালগুলি অভিনব পদ্ধতিতে তৈরী করে তাক লাগিয়ে দিয়েছে| তারা ২০-লিটার জলের ক্যান ব্যবহার করেছে এবং সেগুলোকে কেটে ইউরিনালের মত শেপ দেওয়া হয়| ইউরিনালের নক্সা তৈরিতে তাদের সাহায্য করেছেন স্কুলেরই মেন্টর ক্যাসাভন ডি| প্রস্রাব ছিটকে যাতে বাইরে বেরিয়ে না আসে সেইভাবেই নকশা করা হয়েছে এগুলোর| ফ্ল্যাশ করার জন্য মূল জলের পাইপ থেকে শাখা বের করে ইউরিনালে সংযুক্ত করে দেওয়া হয়|

এই উদ্ভাবনটি তাদের জাতীয় নকশা প্রতিযোগিতায় ‘ডিজাইন ফর চেঞ্জ’ নামক বিভাগে ৩৬০০ টি ডিজাইনের মধ্যে 'বোল্ডস্ট আইডিয়া' হিসাবে স্বীকৃতি লাভ করে| যে পুরস্কারের অর্থমূল্য ছিল ৫০০০০ টাকা| শুধুমাত্র স্যানিটারি পদ্ধতিকে পালটানো নয় প্লাস্টিকের রিইউসের জন্য এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রতিযোগিতার বিচারকরা |

এটা শেয়ার করতে পারো

...

Loading...