ছোট ইলিশ আর নয় রাজ্যে

ইলিশ মাছ কার কার ভালো লাগে? নিশ্চই সবাই হাত তুলবেন| হ্যাঁ, এই মাছটা সবারই প্রিয় তালিকায় থাকে| জিভে জল আনা মায়ের হাতে বানানো ইলিশ ভাঁপা, আর কি চাই|

কিন্তু মনে করে দেখুন যখন বাবার হাতে টাকা কম থাকত আর মায়ের মন রাখার জন্য বাবা ছোট মাপের ইলিশগুলো আনতেন তখন মাছ ছোট তো কি হয়েছে আনন্দ কোনো অংশে কম হত না| কিন্তু সেই দিন আর নয়| সুত্র থেকে খবর, চলতি বছরের ২৯শে জুলাই রবিবার কাকদ্বীপে একটি বৈঠক বসে, যাতে রাজ্যের মৎস্যজীবি সংগঠনগুলো এখানের ব্যবসায়ীদের সঙ্গে সংগঠিত ছিল| তাঁদের নিয়ে ‘মৎস্য সংরক্ষণ যৌথ কমিটি’ গঠন হয়েছে, উদ্দেশ্য কোনোরকম ছোট ইলিশ আসা থামানো| বাজারে ছোট ইলিশ যাতে না আসে তাই ব্যবসায়ীরা ছোট ইলিশ তুলবে না এমনটি জানা গেছে|

নতুন কমিটির দাবি, ছোট ইলিশ কোনোভাবে বিক্রি করা যাবে না, আগামী ১৫ই অগাস্ট থেকেই বাজারে তা মিলবে না আর|

এটা শেয়ার করতে পারো

...

Loading...