সূত্র থেকে খবর, কলকাতার সেক্টরে ফাইভে হকারদের উচ্ছেদ নিয়ে হাইকোর্ট-এর রায় বেরোয়নি যদিও তাও হকারদের ফুটপাথ থেকে উঠতে দেখা যাচ্ছে| তাই সেখানে কর্মসূত্রে যাওয়া অফিসকর্মীরা চিন্তিত ছিল তাঁরা কি খাবেন দৈনন্দিন ভাবে| এখন জানা যায়, রাজ্যের তরফ থেকে মৎস উন্নয়ন নিগম খাবারের ব্যবস্থা করছে যাতে অফিসকর্মীদের রোজকার খাবারে অসুবিধা না হয়|
সূত্র থেকে আরো জানা যায়, এই ব্যবস্থা চালু হয়েছে চলতি সপ্তাহের সোমবার থেকেই|
রাজ্য মৎস নিগমের ম্যানেজিং ডিরেক্টর সৌমজিত দাস জানিয়েছেন,
“দুপুর ও রাতের খাবারের জন্য ২৫ ও ৫৫ টাকার দুরকমের থালি থাকছে| ২৫ টাকায় ডাল, ভাত, একটি তরকারী ও মাছের ঝোল পাওয়া যাচ্ছে| ৫৫ টাকার থালিতে ডাল, ভাত, দুরকমের সবজি তরকারী ও বড় আকারের মাছ, সঙ্গে চাটনি|”