দেশ পেতে চলেছে নতুন নৌসেনার মহিলা পাইলট। লেফটেন্যান্ট শিবাঙ্গী কোচিতে ২ ডিসেম্বর অপারেশনাল ট্রেনিংয়ে যোগ দিতে চলেছেন। নৌবাহিনী সূত্রের তরফে এই খবর দেওয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর নৌসেনা দিবস। তার দু'দিন আগেই পাইলটের আসনে বসতে দেখা যাবে শিবাঙ্গীকে।
এতদিন ট্রাফিক কন্ট্রোল অফিসারের দায়িত্ব সামলেছিলেন মহিলারা। সেই হিসেবে তাঁদের প্রধান কাজ ছিল কাজ ছিল অবজারভার হিসেবে নৌসেনার কমিউনিকেশন জোরদার করা। কিন্তু এই প্রথমবার পাইলট হিসেবে দায়িত্ব সামলাবেন মহিলারা। এই মুহূর্তে লেফটেন্যান্ট শিবাঙ্গী সাউদার্ন নেভাল কম্যান্ডে ট্রেনিং নিচ্ছেন।
মুজাফ্ফরপুরের মেয়ে শিবাঙ্গীর স্কুলের পড়াশোনা ডিএভি পাবলিক স্কুলে। ভারতীয় নৌবাহিনীর অ্যাকাডেমি, ইন্ডিয়ান নেভাল অ্যাকাদেমী থেকে স্নাতক হওয়ার পর পাইলটের ট্রেনিং নেন শিবাঙ্গী। কাজ পেয়েও যান নৌসেনায় পাইলট হিসেবে। এবারে তিনি কাজে যোগ দিয়ে নিজের স্বপ্ন পূরণ করবেন। আগামী ২ ডিসেম্বর ডর্নিয়ার এয়ারক্রাফট চালাবেন শিবাঙ্গী। হ্যালের কারখানায় ২২৮ ডর্নিয়ার এয়ারক্রাফট তৈরী হয়েছে। এই এয়ারক্রাফটটি স্বল্প দূরত্বে নৌবাহিনীর মিশনে সাহায্য করবে। যার পাইলটের ভূমিকায় থাকবেন শিবাঙ্গী।
উল্লেখ্য, কয়েক বছর আগেই যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ পেয়েছিলেন মহিলা এয়ারফোর্স অফিসারেরা। ২০১৫ সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও নেতৃত্ব দিয়েছিলেন এক মহিলা অফিসার। নজির তৈরী করে দেশের বাহবা কুড়িয়েছিলেন সেই সব নারীরা। বায়ুসেনার পর এবারে নৌসেনাতেও পাইলটের ভূমিকায় মহিলা। শুধু কয়েকদিনের অপেক্ষা, তারপরেই রচিত হবে ইতিহাস।