আপনি কি এডভেঞ্চার বা দেশ-বিদেশ ভ্রমন করতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর। ভারতের সর্বপ্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরী হবে পুদুচেরিতে। সমুদ্র জগতের জীব আর তার সৌন্দর্য নিয়ে কৌতূহল নেই, এমন মানুষের খোঁজ মেলা ভার। এই এডভেঞ্চারের কথা মাথায় রেখে পুদুচেরিতে একত্রিতভাবে পন্ডি ক্যান নামে একটি এনজিও, ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি, ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চ এবং পুদুচেরি সরকার তৈরী করতে চলেছে আন্ডার ওয়াটার মিউজিয়াম।
ইতিমধ্যেই মিউজিয়ামটি স্থাপনের জন্য পুদুচেরি উপকূলীয় এলাকায় চলছে পর্যবেক্ষণ এবং গবেষণা। ইন্ডিয়ান নেভি এই উদ্যোগের সহযোগিতা স্বরূপ পুদুচেরি ট্যুরিজম শাখাকে একটি যুদ্ধ নৌযান উপহার দেবে বলে জানিয়েছে। এই যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দিয়েই ক্রমেই তৈরী হবে আন্ডার ওয়াটার মিউজিয়াম। অনেকদিন ধরে ফেলে রাখলে জাহাজের গায়ে জমবে প্রবাল আর শ্যাওলা। বিশেষ পদ্ধতিতে জাহাজের ওপরের দিকে গাছ রোপন করা হবে। সমুদ্রের কিনারা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ডুবিয়ে দেওয়া হবে এই নৌ-যুদ্ধ জাহাজ। মিউজিয়ামের পাশাপাশি এই প্রকল্প সংলগ্ন জায়গার পর্যটকদের জন্য থাকবে স্কুবা ডাইভিং, স্নোরকেলিং- এর ব্যবস্থাও। পন্ডিচেরী এমনিতেই শহরের সৌন্দর্য্য, ফরাসিদের স্থাপত্য, ঐতিহাসিক স্থান, ঋষি অরবিন্দের আশ্রম, সুস্বাদু খাবার দাবার, মিউজিয়াম, চার্চ, ভিলা প্রভৃতির জন্য পর্যটকদের কাছে আকর্ষণের একটি জায়গা। এবারে তাতে যোগ হচ্ছে জলের তলার মিউজিয়াম। বলাই যায়, এই কারনে আরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসবে পুদুচেরি বা পন্ডিচেরী।