নজিরবিহীন এক অস্ত্রোপচার

বয়স বাড়লে নানা সমস্যার সাথে অন্যতম যে সমস্যাটি মানুষের জীবনে এসে হাজির হয় তা হল ছানির সমস্যা| চক্ষু বিশেষজ্ঞদের কাছে এই ছানির সমস্যা নিয়ে প্রচুর মানুষ যায়| ক্যাটারাক্ট বা ছানির সমস্যা হলো এমন এক ধরনের সমস্যা যেখানে চোখের মধ্যে অবস্থিত লেন্সটি যখন সম্পূর্ণ অস্বচ্ছ হয়ে যায় সেইসময় দৃষ্টি শক্তি ধীরে ধীরে কমতে থাকে|

অপারেশনের ক্ষেত্রে রোগী যে শুধু মানুষই হবে তা তো সবসময় নাও হতে পারে| সম্প্রতি এক গরিলার ছানি অপারেশন হল ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে| জানা গেছে, ডিসেম্বরের ১০ তারিখে ৩ বছর বয়সী একটি ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলার চোখের অপারেশন হল সেই হাসপাতালে| গরিলাটির বাসস্থান সান ডিয়েগো জু সাফারি পার্ক|

হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে এই সাফারি পার্কের নিজস্ব হাসপাতাল পল হারটার ভেটেনারি মেডিক্যাল সেন্টারেই তিন বছরের লেসলির চোখর অপারেশনটি হয়েছে| অপারেশনের সময় যাতে লেসলি নড়াচড়া না করতে পারে তার জন্য মাসল ব্লকারের সাহায্যে তাকে আটকে রাখা হয়েছিল|অপারেশন থিয়েটারে চিকিত্সকদের সাথে উপস্থিত ছিলেন অ্যানাস্থেসিয়াবিদ এবং অপথ্যালমোলজিস্টদের একটি দল| অপারেশনে লেসলির চোখ থেকে ঘোলাটে হয়ে যাওয়া লেন্সটি সরিয়ে একটি কৃত্রিম লেন্স বসানো হয় যা সারাজীবনের জন্য লেসলির চোখেই থেকে যাবে|

ক্যাটারাক্ট বিশেষজ্ঞ ক্রিস হেইচেল-এর তত্ত্বাবধানে অপারেশন হয় লেসলির| হেইচেল জানিয়েছেন, এর আগে তিনি প্রায় ১০০০টি ছানি অপারেশন করেছেন কিন্তু গরিলার চোখে অপারেশন তিনি প্রথমবার করলেন|তিনি আরও জানিয়েছেন, মানুষের চোখ এবং গরিলার চোখের অ্যানাটমির মধ্যে মিল থাকার কারণে এই অপারেশন করতে তার কোনো অসুবিধা হয়নি|

চিকিত্সকেরা জানিয়েছেন, বয়স বাড়ার সাথে সাথে ছানির সমস্যা বাড়তে শুরু করে সকলেরই| কিন্তু লেসলির বয়স মাত্র তিন| পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, একদিন বন্ধুদের সাথে খেলতে খেলতে উঁচু থেকে পড়ে চোখে চোট পেয়েছিল সে| তারপর থেকেই চোখের সমস্যা শুরু হয় তার| শেষমেষ চিকিত্সকদের অপারেশনের সিদ্ধান্ত নিতে হয়| পার্কের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড দিয়ে রাখা হয়েছে যাতে কোনো ধরনের ইনফ্লেমেশন না হয়| চিকিত্সেকরা জানিয়েছেন, পার্কে নিজের ডেরায় ফিরতে সম্পূর্ণ প্রস্তুত এখন লেসলি|অপারেশন হয়ে যাওয়ার ফলে এরপর বাকি জীবন লেসলি যে খুব ভালোভাবেই দেখতে পাবে তা আর বলার অপেক্ষা রাখে না|     

এটা শেয়ার করতে পারো

...

Loading...