দেশের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি গঠিত হতে চলেছে

 

শুরু হতে চলেছে স্পোর্টস ইউনিভার্সিটি। ভারতে প্রথম দিল্লিতে গঠিত হবে এই বিশ্ববিদ্যালয়। খেলাধুলো নিয়ে পড়ার সুযোগ করে দিতে দিল্লিতে এই ইউনিভার্সিটি চালু করতে চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার তিনি এই কথা জানালেন।

             পশ্চিম দিল্লির মুন্দকা'য় এই স্পোর্টস ইউনিভার্সিটির জন্য ৯০ একর জমি চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি সিবিএসই অনুমোদিত একটি পূর্ণ সময়ের স্পোর্টস স্কুলও খোলা হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খেলার ওপরে আন্ডারগ্র্যাজুয়েট, পোস্টগ্রাজুয়েট এবং ডক্টরাল ডিগ্রি দেওয়া হবে। এই বিশ্ববিদ্যালয় শুরু হলে আর পড়াশুনো এবং খেলাধুলোর মধ্যে দ্বন্দ্ব থাকবেনা। যারা খেলতে ভালোবাসে, তারা ছোট থেকেই সেই বিষয় নিয়েই পড়তে পারবে। দেশের যুব সমাজ যাতে আরও বেশি করে খেলাধূলোতে এগিয়ে আসতে পারে, সেই জন্যই এই উদ্যোগ। ইতিমধ্যেই মন্ত্রিসভায় দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটি বিল পাশ হয়ে গিয়েছে বলে জানান কেজরিওয়াল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...