পরমব্রতর সিরিজে প্রকাশ্যে পার্নো-অনির্বাণ দুজনেরই চমকে দেওয়া লুক

সামনে এল ‘ভোগ’-এর ফার্স্টলুক। অভীক সরকারের জনপ্রিয় গল্প থেকে নেওয়া হয়েছে সিরিজের কাহিনি। ফার্স্টলুক প্রকাশের সঙ্গে সঙ্গে জানা গিয়েছে সিরিজের মুখ্য অভিনেত্রীর নাম। এই সিরিজে দেখা যাবে পার্নো মিত্রকে। 

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য্য। পার্নো-অনির্বাণ দুজনেরই চমকে দেওয়া লুক সামনে এসেছে।  অনির্বাণের বিপরীতে দেখা যাবে পার্নো মিত্রকে। পরমব্রতের সঙ্গে এই সিরিজ়ের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী। 

 

সিরিজের কাহিনির কেন্দ্রে একটি রহস্যময় পিতলের মূর্তি।  কিউরিওশপ থেকে সেই মূর্তি সংগ্রহ করে এক অববিবাহিত যুবক। তারপর মূর্তিটি কীভাবে ঝড় তোলে তার জীবনে তা কেন্দ্র করেই আবর্তিত হবে কাহিনি। সিরিজের প্রথম পোস্টারে দেখা গিয়েছিল শুধু অনির্বাণ ভট্টাচার্য্য ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। অনির্বাণ চেয়ার বসে রয়েছেন আর তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন পরমব্রত। এই পোস্টার রাতারাতি নজর কেড়ে নিয়েছিল অনুরাগীদের। এখন সিরিজের ফার্স্ট লুক থ্রিলারপ্রেমীদর আগ্রহ যে দ্বিগুণ করল তা আর বলার অপেক্ষা রাখে না। 

 

'পর্ণশবরীর শাপ'-এর পর 'নিকষ ছায়া'র মতো অলৌকিক থ্রিলার সিরিজে পরিচালক হিসাবে পরমব্রতের কাজ পছন্দ করেছেন দর্শকরা। পরম প্রমাণ করেছেন ভয় আর ভূতের গল্পে তিনি পাকা খেলোয়াড়। এবারেও তিনি বাজি ধরেছেন থ্রিলারে। মাইথোলজিক্যাল থ্রিলার ও ড্রামা কেন্দ্রিক এই ওয়েব সিরিজের এখনও শ্যুটিং অবশ্য এখনও শুরু হয়নি। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...