অ্যাসিড আক্রান্ত দীপিকা পাড়ুকোন

ভারতীয় চলচ্চিত্র জগতে এখন এসেছে নতুন জোয়ার। প্রথাগত, প্রচলিত ধ্যানধারনার বাইরে বেরিয়ে অভিনব কিছু করার দিকেই ঝুঁকছেন অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক, পরিচালকরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি নারীকেন্দ্রীক চরিত্রে উজ্জ্বল-দৃঢ় অভিনয় করে প্রশংসিত হয়েছেন দীপিকা পাড়ুকোন। সেরকমভাবেই আবারও চেনা প্রচলিত গতের বাইরে বেরিয়ে বেশ সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি।

রিয়েল লাইফে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের গল্পকেই এবার রিল লাইফে ফুটিয়ে তুলবেন দীপিকা। মেঘনা গুলজারের পরিচালনায় ছপক’ মুক্তি পাবে ২০২০-১০ জানুয়ারি ৷ সম্প্রতি সেই ছবিতে লক্ষ্মীর ভূমিকায় দীপিকার ফার্স্ট লুক প্রকাশ্যে এল। নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন নায়িকা। সেই ছবিতে দেখা যাচ্ছে দীপিকার ত্বক কুচকানো, ঝলসানো, কিছুটা বিকৃততবু মুখের হাসিটি অমলিন ৷ সেই হাসিতেই ধরা পড়েছে জীবনে হার না মানা  আত্মবিশ্বাসের প্রকাশ

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মেঘনা বলেন, ‘‘দীপিকার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে মিটিং করার আগে বহুবার নিজের সঙ্গে কথা বলেছি ৷ ভাবতাম দীপিকা এরকম একটা চরিত্র করতে উৎসাহ দেখাবে না ৷ সে সময় তিনটে বড় বড় বোল্ড চরিত্র করার পর একটু হালকা গোছের কিছু ছবি খুঁজছিল ও ৷ আমার কাছে কোনও রোম্যান্টিক হালকা মেজাজের ছবি ছিল না ৷ কিন্তু ও লক্ষ্মীর চরিত্রটা করতে রাজি হয় ৷ আর আমিও হাঁফ ছেড়ে বাঁচি ৷’’

ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে দীপিকা লেখেন, "আজ থেকেই শুরু হয়েছে ‘ছপক’ এর শুটিং ৷ 'মালতী' আমার সঙ্গে আজীবন থেকে যাবে।"  প্রসঙ্গত, ছবিতে তাঁর নাম হবে মালতী।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...