প্রথম হিন্দি ছবি মুক্তি পেল সৌদি আরবে

১৯৪৮ সালের অলিম্পিকে পুরুষদের হকি বিভাগে ভারতের স্বর্ণপদক জয় নিয়ে ১৫ আগস্ট ২০১৮-এ  মুক্তি পায়  অক্ষয় কুমার অভিনীত ছবি ‘গোল্ড’ যা  অল্প দিনেই  আয় করে ১০০ কোটি টাকা। ছবির এই সফলতা নিয়ে যথেষ্ট আনন্দিত ছিল ছবির কাস্ট অ্যান্ড ক্রিউ। তবে এই আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। বলিউড সূত্রে খবর, সম্প্রতি ‘গোল্ড’ মুক্তি পেয়েছে সৌদি আরবে| এই প্রথম কোনো হিন্দি ছবি অর্জন করতে পারল এই বিরল মর্যাদা| অভিনেতা অক্ষয় কুমার স্বয়ং এই খবরটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন| অত্যন্ত উৎসাহী তিনি এই রিলিজ নিয়ে|

ছবির অভিনেত্রী মৌনী রায়, তিনিও নিশ্চয় আনন্দে আচ্ছ্বাদিত, কারণ ছবিটি তাঁর ডেবিউ ছবি। প্রথম ছবিতেই বাজি মাত করার ফলে ইতিমধ্যে জনপ্রীয়তার শীর্ষে উঠে এসেছেন তিনি। অক্ষয় কুমারকে এরপরে দেখা যবে ‘কেশরী’ নামক ছবিতে, আর অন্যদিকে নায়িকা কে দেখা যাবে ‘মেড ইন চায়না’ ছবিতে। তবে এই দুটি ছবি গোল্ড-এর মতো  মর্যাদা পাবে কিনা তা এখন সময়ের অপেক্ষা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...