ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী

 

প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের অর্থমন্ত্রকের দায়িত্ব রেখেছিলেন নিজের হাতে ১৯৭০-৭১ সালে। সেদিক দিয়ে বিচার করে দেখলে পূর্ণ সময়ের অর্থমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিলেন নির্মলা সীতারামন। ঘটনাচক্রে সীতারামন প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন বালাকোট অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। বিজেপির ভোটপ্রচারে যার যথেষ্ট গুরুত্ব ছিল। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীতারামনের উপরেই গুরুদায়িত্ব চাপালেন। যদিও ২০১৪ সালে অরুন জেটলির নেতৃত্বে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সীতারামন। এবারে সে জায়গাতেই তিনি পূর্ণ মন্ত্রী। সাউথ ব্লক থেকে এলেন নর্থ ব্লকে।

    জেএনইউ থেকে অর্থনীতিতে এম এ নির্মলা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ফ্রি থিঙ্কার নাম একটি ছাত্র সংগঠন করতেন। লন্ডনে থাকাকালীন হ্যাবিট্যাট-এর সেলস গার্ল হিসেবে কাজ করার পাশাপাশি প্রাইস ওয়াটারহাউসে সিনিয়র ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি। স্বল্প মেয়াদে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও কাজ করেছেন। একইভাবে বিজেপির মুখপাত্র হিসেবে দিল্লিতে কাজ শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী হিসেবে তাঁর পদোন্নতিও রূপকথার মতো। ভারতে ফেরার পর সেন্টার ফর পাবলিক পলিসি স্টাডিজ-এ ডেপুটি ডিরেক্টর হিসেবে যোগ দেন। অর্থ মন্ত্রক, কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করার পাশাপাশি শিল্প-বাণিজ্য মন্ত্রক সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।

    তবে তাঁর সামনে রয়েছে কণ্টকাকীর্ণ পথ। বর্তমান অর্থনীতির অধোগতিকে সামলানোই হবে নির্মলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতে অর্থনৈতিক বৃদ্ধির হার গত পাঁচ বছরে সর্বনিম্ন। কর্মসংস্থানের সুযোগ তৈরী করাও হবে তাঁর অন্যতম বড় দায়িত্ব। থাকবে বাইরে থেকে লগ্নি আনার কাজ। তাই নতুন অর্থমন্ত্রী হিসেবে সব দিক কিভাবে তিনি সামাল দিতে পারেন সেটাই দেখার।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...