কলকাতায় হবে প্রথম ভেলোড্রোম

খেলা মানেই যে প্রথাগত ফুটবল আর ক্রিকেট নয় এই ধারণা থেকে কিন্তু কলকাতা বেশ খানিকটা বেরতে পেরেছে। আর এক্ষেত্রে যে খেলাটা সর্বাধিক আকর্ষণীয় হয়ে উঠছে তাহলো সাইক্লিং।
এবার পশ্চিমী দেশগুলোর মতো এ রাজ্যেও এই খেলাকে আকর্ষণীয় করতে আসতে চলেছে এক নতুন চমক। সে কথাই জানাব।
                                          
পরিবহনের মাধ্যম সময়ের সঙ্গে বদলে গেলেও একটি মাত্র মাধ্যমের কোনো পরিবর্তন হয়নি। সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম সেটি। তা হল সাইকেল। পরিবেশবান্ধব এই যানটির গুরুত্ব লকডাউন একটু বেশি বুঝিয়েছে। বৃদ্ধি পেয়েছে চাহিদা। বিদেশে  কিন্তু কোনওকালেই এর চাহিদার ঘাটতি পড়েনি। কারণ স্পোর্টসের তালিকাভুক্ত।
                     
আর এখন এমনি এক উদ্যোগ নেওয়া হচ্ছে এই রাজ্যে। সাইকেল-স্পোর্টসকে উৎসাহিত করতে এই শহরে তথা এ রাজ্যে শুরু হবে বিদেশের মতো প্রথম সাইকেল ভেলোড্রোম, অন্তত হিডকোর তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এ কাজে রাজ্য সরকার আগেই খানিক ব্রতী হয়ে নিউটাউন এলাকায় ১৭ কিলোমিটার দীর্ঘ সাইকেল লেন তৈরি করেছে। এমনকি অ্যাপ-বেসড সাইকেল বুকিং-এর ব্যবস্থাও করা হয়েছে।
                               
এবার নিউটাউন অ্যাকশন এরিয়া-২ই-তে তৈরি হতে চলেছে রাজ্যের প্রথম আউটডোর সাইকেল ভেলোড্রোম। ইকো-পার্ক এবং সিটি সেন্টার-২ -এর মধ্যবর্তী অঞ্চলে তৈরি হবে ২৫০ মিটারের এই সাইকেল ট্রাক। কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে ভ্রাম্যমান সাইকেল রিপেয়ারিং সার্ভিস।

সমস্ত দায়িত্ব হিডকো-র ইঞ্জিনিয়ারদের হলেও সহায়ক হবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় বা আইআইটি-র বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এই প্রকল্প সময় সাপেক্ষ হলেও বিশ্বমানের ভেলোড্রোমগুলির সমতূল্য হবে। সাইকেল-স্পোর্টসের ক্ষেত্রেও খুলে যেতে চলেছে নতুন দিগন্ত। তাই এবার আর নিছক টিভি নয়, সামনে থেকেই এই খেলার আনন্দ উপভোগ করা যাবে। প্রয়োজন নয় রীতিমতো খেলার আকর্ষণেই আগামী দিনে বাংলা এগিয়ে যাবে বিশ্বের দরবারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...