গত সম্প্রতি বৃহস্পতিবার দমকল দফতরে প্রধান সচিব খলিল আহমেদ, ডিজি জগমোহন এবং দমকলের ডিরেক্টর সমীর চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছিলেন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিভিন্ন বিষয়ে আলোচনার পর দমকলের কিছু শূন্যপদে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে মন্ত্রী বলেন, এই শূন্যপদে শুধু পুরুষ কর্মীরাই নন, নিয়োগ করা হবে মহিলা কর্মীদেরও। বিদেশে বিভিন্ন জায়গায় দমকলে মহিলা কর্মী রয়েছেন। তারা যথেষ্ট গুরুত্ব সহকারে নিজেদের দায়িত্ব সামলাচ্ছেন, সেখানে আমাদের দেশে কেন সম্ভব নয়, এমনটাই জানালেন দমকল বিভাগের এক কর্তা। তাঁর মতে সঠিক প্রশিক্ষণ দিয়েই মহিলাদেরকে নিয়োগ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিককালে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যা সব সময় সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। বেশ কিছু নতুন মেশিনও কিনতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন জানান, বহুতল কমপ্লেক্স, মার্কেট কমপ্লেক্স, শপিং মল, অফিস কমপ্লেক্সে প্রতি বছর বাধ্যতামূলকভাবে ফায়ার অডিট করতে হবে। দফতরের প্রধান সচিব খলিল আহমেদকে অডিট ফার্ম নিয়োগ করার নির্দেশ দেন তিনি। এছাড়াও অফিস বা বাজারের কোথায় কোথায় জলের সংযোগ, স্মোক ডিটেক্টর, অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে, আপৎকালীন রাস্তা বা দরজা কোথায় আছে, তা উল্লেখ করা বা জায়গা চিহ্নিত করে বাধ্যতামূলকভাবে মানচিত্র রাখার বিষয়টিতেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠক যথেষ্ট সফল হয়েছে বলে দাবি করেন কর্তারা।