কলকাতার ধাপা অঞ্চলে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে তিনটে ইঞ্জিন

সপ্তাহের শুরুতেই মহানগরে ফের ভয়ংকর অগ্নিকাণ্ড! সোমবার সকালে কলকাতার ধাপা এলাকায় আগুন লাগতেই ছড়িয়ে যায় আতঙ্ক।

এদিন ইএম বাইপাস লাগোয়া প্রগতি ময়দান থানা এলাকার ১২ নং বহিশতলার এক প্লাস্টিকের কারখানায় আচমকা আগুন লাগে। এরপর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।

তবে, এই ঘটনার জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকল সূত্রে জানা গিয়েছে যে এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ ধাপার জঞ্জালভর্তি এলাকায় আচমকাই আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং এই কারখানার পাশেই স্তূপ করে রাখা ছিল ডেকরেটর্স সামগ্রীর জিনিসপত্র। ফলে, দ্রুত আগুন ছড়িয়ে যায়। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় সেই এলাকা।

আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপর তারাই সঙ্গে-সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আসতেই নিমেষে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন কর্মীরা।

দমকল সূত্রে আরও জানা গিয়েছে যে আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি। তবে তাঁরা কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন। গুদাম মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানানো হয়েছে। দ্রুত তদন্ত শুরু হবে। তবে, দমকল কর্মীদের অনুমান যে এলাকার একটি নির্দিষ্ট জায়গায় জঞ্জাল বস্তাবন্দি করে রাখা ছিল। ফলে, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...