অগ্নিদগ্ধ শিয়ালদহর ইএসআই হাসপাতাল। শুক্রবার সকালে হাসপাতালের অপারেটিভ এইচডি বিভাগে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক রোগীর, দাবী পরিবারের।
হাইলাইটসঃ
১। শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন
২। অনুমান যে শর্ট-সার্কিট থেকেই হাসপাতালে আগুন লেগেছে
৩। সকাল ৭ টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিকে এনেছে দমকল বাহিনী
অনুমান যে শর্ট-সার্কিট থেকেই এই গোটা অগ্নিকাণ্ডের সূত্রপাত। ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে প্রথমে হাসপাতালের দোতলায় মেল সার্জিক্যাল বিভাগে আগুন লাগে ও তারপর তা ছড়িয়ে পরে হাসপাতালের পোস্ট অপারেটিভ এইচডি ও পাশের অপারেশন থিয়েটারে। এইসময় অপারেশন থিয়েটারের সংস্কারের কাজ চলছিল যা আগুনে ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিদগ্ধ পরিস্থিতিতে কিছুক্ষণের মধ্যেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্ত্বরে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দশটি ইঞ্জিন ও সেই সঙ্গে ধোয়া বার করার বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়। ফলে সকাল সাতটার মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের আওতায় চলে আসে।
এই খবর পেয়ে এই ঘটনাস্থলে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু-সহ দমকলের উচ্চপদস্থ আধিকারিকেরা। এইসময় মেল ওয়ার্ডের প্রায় ৮০ জন পেশেন্ট সে সময় ভর্তি ছিলেন। তাঁদেরকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় ইমার্জেন্সি বিল্ডিংয়ের নিচের তলায়। তার মধ্যে দু’জন আশঙ্কাজনক ক্যানসারের রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে সরানো হয়। মেল ওয়ার্ডে ভর্তি রোগীদের সকলের অবস্থা এখন স্থিতিশীল। কেবলমাত্র একজন ক্যানসার পেশেন্টের শারীরিক অবস্থার একটু অবনতি ঘটেছে বলে দাবি করেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞকে দিয়ে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।