বর্তমানে দিন যত এগোচ্ছে উন্নত হচ্ছে প্রযুক্তি। আর সেই প্রযুক্তিকেই কাজে লাগাচ্ছে মানুষ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাহায্যে এখন খুব কম সময়ের মধ্যে মানুষ পৌঁছে যাচ্ছে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। বিভিন্ন মেসেজিং অ্যাপের সাহায্যে মানুষ আজকাল খুব সহজেই যোগাযোগ রাখতে পারছে প্রবাসী আত্মীয়ের সাথেও। কিন্তু সেইসব অ্যাপে কতটা সুরক্ষিত থাকছে আমার আপনার পাঠানো সমস্ত মেসেজ? রিসিভার এবং সেন্ডার ছাড়াও কি কোনো তৃতীয় ব্যক্তি নজর রাখছে এই মেসেজগুলির উপর? এই নিয়ে গবেষণা চলছে বহুদিন ধরেই। বারবার ধরা পড়ছে নানা বাগ। বারবার প্রমাণিত হচ্ছে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়া সত্ত্বেও মেসেজ ফাঁস হয়েই যাচ্ছে। সম্প্রতি নানা ঘটনার কথা মাথায় রেখে তাই হোয়াটস অ্যাপ তার নিজের সুরক্ষাবলয় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
আইফোন ব্যবহারকারীদের জন্য আগে থেকেই এই ব্যবস্থা কার্যকর ছিল। কিন্তু এই সুযোগ নেওয়া থেকে বিরত থাকতে হয়েছিল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট আনলকের কথাই বলা হচ্ছে। এতদিন আইফোন ব্যবহারকারীরাই নিতে পারতেন এই প্রযুক্তির সুযোগ কিন্তু হোয়াটস অ্যাপ থেকে জানানো হয়েছে তারা খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যেও আনতে চলেছে এই প্রযুক্তি। জানানো হয়েছে, অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন ব্যবহারকারীরাই আপাতত এই সুবিধা পাবেন। এরপর বাকি ব্যবহারকারীরাও যাতে এই সুবিধা নিতে পারেন তার ব্যবস্থা করা হবে। এই ফিচার ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে ২.১৯.৩ ভার্সনে হোয়াটস অ্যাপ আপডেট করতে হবে। এরপর সেটিং- এ গিয়ে প্রাইভেসি থেকে ফিঙ্গারপ্রিন্ট অপশন করলেই মিলবে এর সমস্ত সুবিধা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আইফোন ব্যবহারকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকের ব্যবস্থা চালু করেছিল হোয়াটস অ্যাপ। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হতে চলেছে সেই একই ব্যবস্থা।