জট খুলল এতদিনে। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে দাগ ক্রিয়েটিভ মিডিয়া সর্বোপরি রানা সরকার ঘিরে যে জল্পনা চলছিল তার মীমাংসা হল খানিকটা। ১৭১ জন শিল্পীর বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য স্টার জলসা; জি বাংলা ও কালারস বাংলাকে রানা সরকারের যে NOC দেওয়ার কথা ছিল তা তিনি দিয়ে দিয়েছেন চ্যানেলগুলিকে।
ফলে খুব শীঘ্রই শিল্পীরা তাদের বকেয়া টাকা পেয়ে যাবেন তা আশা করা যায়। কিন্তু শুধু শিল্পীরাই তো নন পারিশ্রমিকের অপেক্ষায় অগণিত টেকনিসিয়ান। তাদের বকেয়া টাকা কবে পাওয়া যাবে তার কোনও নিশ্চয়তা নেই।
আজ 'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম'-এর তরফ থেকে জন সংযোগ বিভাগের মাধ্যমে একটি চিঠি আসে গণ মাধ্যমের কাছে। কী বলা আছে সেই চিঠিতে? রইল সেই চিঠির একটি স্থির চিত্র।