মাঝ ডিসেম্বর অথচ শীতের দেখা নেই শহরে। লেপ কম্বল এখন শিকেয় তুলে রাখতে হয়েছে বলে মন খারাপ ছিল যাদের, তাদের জন্য অবশেষে সুখবর। মন্দা কাটিয়ে শীত আসতে চলেছে রাজ্যে। আলিপুর বহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই জোরালো হবে ঠাণ্ডা।
কলকাতাসহ পশ্চিমবঙ্গের সব জেলায় তাপমাত্রার পারদ নামবে হু-হু করে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। কলকাতা এবং লাগোয়া হাওড়ার তাপমাত্রা ১৫-১৬ তে নামতে পারে এক ধাক্কায়। পরে নামতে পারে আরও। ঘন কুয়াশায় ঢাকতে পারে জেলাগুলো।
পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ঠাণ্ডা প্রবেশের পথে বাধার সৃষ্টি করছিল। এখন তা সরে যাওয়ায় রাজ্যে শীত প্রবেশে আর বাধা রইল না।
অবশ্য এবছর ডিসেম্বরের শুরুতেই ভারতীয় আবহাওয়া দফতর অন্যান্য বছরের তুলনায় ‘উষ্ণ’ শীতের পূর্বাভাস দিয়েছিল। ডিসেম্বর- জানুয়ারী এবং ফেব্রুয়ারীতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছিল।
তবে সে আশংকাকে মিথ্যে করে গত কয়েকদিন রাজধানী দিল্লির তাপমাত্রা নেমেছ।