Fin Swimming: ফিন সাঁতার প্রতিযোগিতায় সোনা জিতল বাংলার ছেলে মৈত্র

জাতীয় ফিন সুইমিং প্রতিযোগিতায় সোনা পেল বাঙলার ছেলে মৈত্র। আন্ডার ওয়াটার ফিনসাঁতার প্রতিযোগিতায় একটি নয়, বরং জোড়া সোনার পদক পেল সে। বাংলার নাম উজ্জ্বল করলো।

হাইলাইটস:

১। ফিন সুইমিং প্রতিযোগিতায় জোড়া পদক পেল মৈত্র

২। কী এই ফিন সুইমিং?

৩। কী কী পদক পেয়েছে সে?

সাঁতার প্রতিযোগিতার অনেকগুলি আলাদা আলাদা ভাগ রয়েছে, যার মধ্যে ফিন সাঁতার একটি। এটি একটি আন্ডার ওয়াটার সাঁতার প্রতিযোগিতা। এই সাঁতারে প্রতিযোগী একটি নলাকার বাঁকানো পাইপের ন্যায় যন্ত্র বা স্নরকেল ব্যবহার করে, সাঁতার কাটার সময় যা দিয়ে সে শ্বাস-প্রশ্বাস নিতে পারবে। কারণ, এই গেমের নিয়ম হল- সাঁতারুর মাথা জলের মধ্যে থাকতে হবে। সে মাথা তুলতে পারবেনা। অন্যথা তাকে ডিসকলিফাই করে দেওয়া হবে।

চলতি বছরে রাজস্থানে আয়োজিত হয়েছিল সপ্তম জাতীয় ফিন সাঁতার প্রতিযোগিতা। সেখানে সারা বাংলা থেকে ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে একজন হাওড়া আন্দুলের মৈত্র দে। এই প্রতিযোগিতায় মোট ৩ টি মেডেল জিতেছে সে। তার মধ্যে ২ টি সোনা আর একটি রুপো।

মৈত্র-র বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়ায়। স্কুলে বিজ্ঞান বিভাগের ছাত্র সে। পড়াশুনা করতে ভালবাসলেও, পাশাপাশি সাঁতার তার মন জয় করে নিয়েছে। বাবা-মা, বন্ধু ও শিক্ষকদের সহায়তায়, এই খেলাকেও সমান ভাবে চালিয়ে গেছেন তিনি। আর সেই কারণেই আজ তার গর্বে গর্বিত সবাই। ভবিষ্যতে কী হতে চায় সে? মৈত্র জানিয়েছে, আগামীতে নৌবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবা করার ইচ্ছা রয়েছে তার।                                                        

এটা শেয়ার করতে পারো

...

Loading...