সাইকেল গ্যারেজ তৈরির জন্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই মতো ঐতিহাসিক এই বাড়ির একটি অংশে শুরু হয়েছে ভাঙার কাজ। সরিয়ে ফেলা হয়েছে বাড়ির ভাঙা অংশও।
এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই দুই বাংলা জুড়ে শুরু হয় প্রতিবাদ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
বাংলাদেশের রাজশাহীতে মানববন্ধনের ডাক দিয়েছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বরেন্দ্র ফিল্ম সোসাইটি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদপত্র পাঠিয়েছেন বারোটি চলচ্চিত্র নির্মাতা।
প্রয়াত চলচ্চিত্রকার তাঁর জীবনের প্রথম অধ্যায় কাটিয়েছিলেন রাজশাহীর এই বাড়িতেই। এখানেই তাঁর বড় হয়ে ওঠা। কেটেছে ছাত্রজীবন। পরবর্তী সময়ে রাজশাহীর শিল্প ও সাহিত্য ক্ষেত্রে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। ঋত্বিক ঘটকের পরিবারে বহু স্মৃতি, বহু ঘটনার সাক্ষী এই বাড়ি।
বহু বছর ধরেই চলচ্চিত্রপ্রেমী মানুষ বাড়িটি ‘হেরিটেজ’ ঘোষণার দাবী জানিয়ে আসছিলেন। বাড়ির ভাঙার ঘটনা সামনে আসার পর সাধারণ মানুষের ক্ষোভে
বিষয়টি মঙ্গলবার বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীর নজরে আসার পর প্রশাসনের নির্দেশে ভাঙার কাজ সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে।