অন্য প্রেমের গল্পে ‘তাল্লুক’

চিত্রনির্মাতা রামকমল মুখোপাধ্যায় প্রকাশ করলেন তাল্লুক ছবির ‘ফার্স্ট লুক’। বিনয় পাঠক এবং অনুপ্রিয়া গোয়েঙ্কা অভিনীত ‘তাল্লুক’ এক অন্য প্রেমের কাহিনি।

 রামকমল মুখোপাধ্যায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন শ্রীতমা দত্ত। কাহিনিকারও তিনিই। ক্যামেরায় অশ্বীন পাখরোত। প্রযোজনায় অ্যাসরটেড মোশন পিকচার্স  এবং হোমি জিম্মি তালাতি। ২০২২-এ বিভিন্ন চলচ্চিত্র উৎসবেই প্রদর্শিত হতে চলেছে ছবিটি।

শ্রীতমা দত্তের প্রথম ছবি ‘শতিকা’ দেখার পর তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রামকমল মুখোপাধ্যায়, সিদ্ধান্ত নেন একসঙ্গে কাজের। সেই সময় ‘তাল্লুক’র গল্প শোনান শ্রীতমা। রামকমল গল্প শুনেই রাজি হয়ে যান।

তাল্লুক ছবি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, “শ্রীতমা যেভাবে তাঁর প্রথম ছবি বানিয়েছিলেন তা আমার খুব ভাল লেগেছিল। বিশেষ করে গল্প বলার ধরন। তাল্লুকে'র গল্প মন ছুঁয়ে যাবেই। আমাদের জীবনে যে সব সম্পর্ক নিয়ে কখনই সেভাবে কথা বলা হয়ে ওঠে না, এই ছবি সেই না বলা কথাই বলবে...”

ছবির কেন্দ্রে প্রীতিশ আর আয়াত। বিশিষ্ট অভিনেতা বিনয় পাঠককে দেখা যাবে প্রীতিশের ভূমিকায়। আয়াত অনুপ্রিয়া। রামকমলের কথায় অনুপ্রিয়া এই ছবিতে তাঁর জীবনের অন্যতম সেরা অভিনয় করেছেন।

বিনয় পাঠক এবং অনুপ্রিয়া দুজনেই মুগ্ধ ছবির কাহিনিকার এবং পরিচালক হিসেবে শ্রীতমা দত্তের দক্ষতায়। এই ছবি সম্পর্কের সহজ জটিল দিক দিক, ভাঙ্গাগড়ার চলনের কথা বলে। শ্রীতমা দত্তের নিজের কথায়, “‘তাল্লুক’ সম্পর্কের মূল্যের গল্প। জন্ম থেকে মৃত্যু আমরা আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শুধুমাত্র কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পাই। সেই মুহূর্তগুলোয় আমরা বাঁচি, স্মৃতি ধরে রাখি, সেই মুহূর্ত উদযাপন করি। যাতে আফসোস না থেকে যায়...” 

বে ফিল্মসের পক্ষ থেকে প্রেরনা ভি অরোরা জানিয়েছেন, “রামকমলের কাজ আমি দেখেই তাঁর সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। ‘তাল্লুক’  কবিতার মতো শর্ট ফিল্ম।” প্রসঙ্গত  কুসুম অরোরা এবং পঙ্কজ চৌহানও ছবিটি প্রযোজনা করেছেন।

অ্যাসরটেড মোশন পিকচার্সের প্রযোজক অরিত্র দাস এবং সর্বাণী মুখোপাধ্যায় জানিয়েছেন, “ প্রযোজনা এবং বিষয়ের দিক থেকে আমরা আগেও আমাদের কাজে বেঞ্চমার্ক তৈরি করতে পেরেছি। ‘কেকওয়াক’ থেকে ‘শুভবিজয়া’ সব ছবিই আলাদা আলাদা বিষয় নিয়ে। শ্রীতমা নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন। আমাদের একটা লিরিক্যাল জার্নি হয়েছে। বিনয় স্যার এবং অনুপ্রিয়ার অভিনয় ছবিতে ভিন্নমাত্রা যোগ করেছে।”

ছবিটি সম্পাদনা করেছেন পদ্মাবত খ্যাত রাজেশ পাণ্ডে। সঙ্গীতে সৌম্যরীত নাগ। এই ছবি দিয়েই হিন্দি ছবিতে পা রাখলেন বাংলা ছোটপর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য।   

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...