দীপাবলিতে আসছে রামকমল মুখোপাধ্যায়ের ‘সিজনস গ্রিটিংস’

দীপাবলিতে আসছে রামকমল মুখোপাধ্যায়ের ‘সিজনস গ্রিটিংস’। দেখা যাবে জি ফাইভ ওরিজিনালস-এ।   

‘কেকওয়াকে’র সাফল্যের পর এটি দ্বিতীয় ছবি।

বিয়ে ও মাতৃত্বের লম্বা বিরতির পর এই ছবি দিয়েই বলিউডে কামব্যাক করতে চলেছেন সেলিনা জেটলি। ‘সিজনস গ্রিটিংস’ ছবিতে অভিনয় করেছেন লিলেট দুবে, আজহার খান। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন শ্রী ঘটক।

আর্টিকেল ৩৭৭ এবং এলজিবিটি কমিউনিটির অধিকার নিয়ে ছবি। এই সমাজ এবং সমকামী মানুষদের নানা দিক উঠে এসেছে ছবিতে। মেয়ে সেলিনা এবং তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করবেন লিলেট। তাঁদের কথোপকথনের মাধ্যমে উঠে আসবে সমকামী মানুষদের বেঁচে থাকার গল্প।

FotoJet - 2019-09-02T194818.310

পরিচালক জানিয়েছেন, ‘ মনে করি ছবির কনটেন্ট ভাল হওয়াটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তেমনই প্রদর্শনের মাধ্যমও ছবির আরো একটি গুরুত্বপূর্ণ দিক।’

এই ছবির অন্যতম প্রধান অভিনেত্রী সেলিনা বলেন, গত দু’দশক ধরে তিনি এলজিবিটি মুভমেন্ট নিয়ে কাজ করে চলেছেন। তাই ‘রোমিতা’ চরিত্রটি যখন তাঁকে শোনানো হয় একাত্ম হয়ে পড়েছিলেন চরিত্রের সঙ্গে।     

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শৈলেন্দ্র ও সায়ন্তী। এই ছবি দিয়েই প্লেব্যাকে অভিষেক হতে চলেছে কুমার শানুর ছেলে জান কুমা্রের।

ছবিতে দুটি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে। মৈথিল ভাষায়। গান গেয়েছেন সায়নী পালিত ও সর্বাণী মুখোপাধ্যায়।  

ছবিটি প্রযোজনা করেছেন অরিত্র দাস এবং শৈলেন্দ্র কুমার। কলকাতার বিভিন্ন অংশে ছবির শুটিং হয়েছে। 

রাষ্ট্রসংঘের এলজিবিটি ক্যাম্পেনের ‘ফ্রি অ্যান্ড ইকুয়াল’ প্রচারের অংশ হয়েছে ‘সিজনস গ্রিটিংস’।  তারই প্রেক্ষিতে এই ছবি বিশ্বব্যাপি প্রদর্শনে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘ। এটিই প্রথম ভারতীয় সিনেমা যা রাষ্ট্রসংঘের তরফে এমন বিরল  সম্মান পেল।  

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...