প্রয়াত জগদীশ ওম প্রকাশ, শোকের ছায়া বলিউডে

চলে গেলেন বলিউডের বিখ্যাত পরিচালক জগদীশ ওম প্রকাশ। যিনি সম্পর্কে অভিনেতা হৃতিক রোশনের দাদু। হৃতিক-এর মা পিঙ্কি রোশন ওম প্রকাশের একমাত্র কন্যা।

বুধবার সকালে হৃতিক সোশ্যাল মিডিয়ায় তাঁর দাদুর প্রয়াণের খবর পোস্ট করেন। নিজের টুইটার হ্যান্ডেলে হৃতিক লেখেন, আমার সুপার টিচার ৷ তাঁর থেকেই সবকিছু শেখা আমার ৷ আমার দুবর্লতা, আমার জোর সব কিছুই সবই আমি তাঁর কাছে বলতাম৷ লাইফ লাইন হারালাম!’

অভিনেতা দীপক পরাশর প্রথম জে ওম প্রকাশের মৃত্যুর খবর প্রকাশ করেন। নিজের টুইট হ্যান্ডেলে। তিনি জানান, সকাল ৮টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর প্রিয় মামা। জে ওম প্রকাশ।

বুধবার সকালে মুম্বইতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।

১৯২৭ সালের ২৪ জানুয়ারি ব্রিটিশ ভারতের পাঞ্জাবে জন্মেছিলেন প্রযোজক ও পরিচালক জয় ওম প্রকাশ। 

ওম প্রকাশ একাধারে অভিনেতা একাধারে পরিচালক। আবার বহু বিখ্যাত ছবি প্রযোজনা করেছেন।

আপ কি কসম’, ‘আখির কৌন’, ‘আপনাপন’, ‘আশা’, ‘অর্পণ’, ‘আদমি খিলোনা হ্যায়’-এর মতো ছবির নেপথ্য কারিগর ছিলেন ওমপ্রকাশ। ‘আই মিলন কি বেলা’, ‘আয়ে দিন বাহার কে’, ‘আখোঁ আখোঁ মে’, ‘আয়া সাওয়ান ঝুম কে’, ‘আখির কিউ’ বক্স অফিসে দারুন সফল সব ছবি প্রযোজনা করেছিলেন।

১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ইন্ডিয়ান ফিল্ম ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

 বর্ষীয়ান চলচ্চিত্র ব্যাক্তিত্বের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন,  ধর্মেন্দ্র, অভিষেক বচ্চনসহ আরও অনেকে।

মুম্বইয়ের ভিল পারলেতে শেষকৃত্য সম্পন্ন হয় জে ওম প্রকাশের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...