জানুয়ারিতেও ফিল্ম ফেস্টিভ্যাল

কলকাতার বুকে শুরু হতে চলেছে একেবারেই এক অন্য ঘরানার ফিল্ম ফেস্টিভ্যাল। থাকছে ফিচার, শর্ট, ডকুমেন্টারি মিলিয়ে সারা দেশের ২৮টি আভাগার্দ ছবি। ‘আর্ট ফর আর্ট সেক’ নয়, ছবিগুলো আসলে ডিজিটালে ইন্ডিয়া—প্রতিবাদ-প্রতিরোধের ভক্সপপুলি। ছবির বিষয় হিসেবে উঠে এসেছে কনটেম্পোরারি নানান সোশিও-ইকনমিক্যাল ক্রাইসিসের কথা। সঙ্গে থাকছে কিছু ছবির পরিচালকের সঙ্গে দর্শকদের ইন্টার‍্যাকশনের সুযোগ।

  ফেস্টিভ্যাল চলবে জানুয়ারির ১৮ থেকে ২১-এই চারদিন। সকাল ১১ টা থেকে রাত ৯ টা। ভেনু, যোগেশ মাইম একাডেমি। আয়োজনে, ‘কলকাতা পিপলস কালেক্টিভ’। এঁরা ‘পিপল’স সিনেমা উইথ পিপল’স সাপোর্ট’-এ ভরসা রাখেন। তাই কোন কর্পোরেট স্পনশরশিপ নয়, শুধুমাত্র সাধারণ মানুষের ইকনমিক্যাল সাপোর্ট নিয়েই ফেস্টিভ্যাল এ-বার পাঁচ বছরে পা দেবে। চাইলে আপনিও এঁদের পাশে দাঁড়াতে পারেন।

এখানে ছবি দেখতে ডেলিগেট কার্ড, টিকিট বা মেম্বারশিপ লাগে না। সকলের জন্যই ‘প্রবেশ অবাধ’—এন্ট্রি ফ্রি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...