অরিজিৎ অফিসিয়ালসের অনন্য নিবেদন 'জার্নি'। প্রথিতযশা শিল্পীদের জীবন নিয়ে 'জার্নি' রচনা করেন পরিচালক অরিজিৎ মুখোপাধ্যায়। অরিজিৎ অফিসিয়ালস-এর ইউটিউব চ্যানেলে উঠে আসে সেইসব প্রথিতযশা শিল্পীদের নানা কথা। 'জার্নি' শুরু হয়েছিল ইন্দ্রানী সেনের সংগীতজীবনের হাত ধরে। এরপর একের পর এক সামনে আসে দোহার, উস্তাদ রাজা আলী খান, শিমুল মুস্তাফার শিল্পীজীবনের পথ চলার নানা গল্প। আর এবার লোকগানের শিল্পী ঋষি চক্রবর্তী- তাঁর সংগীতজীবনের নানা দিক এবার উঠে আসবে 'জার্নি'-তে।
শিল্পীরা নিজের কথা এখানে নিজেরাই বলেন। সঙ্গে থাকে নিজেদের কণ্ঠের গান। ঋষিও বলবেন এবং গাইবেন। আগামীকাল দর্শক দরবারে আসছে 'জার্নি'র এই পঞ্চম সিরিজ।
ঋষি লোকগানের জগতে আজ পরিচিত নাম। কালিকাপ্রসাদ ভট্টাচার্যর আনুকূল্যেই 'সিতারা' ছবিতে গান গেয়েছেন ঋষি। তা ছাড়াও লোকগান নিয়ে আরও অনেক কাজ করে চলেছেন তিনি। 'জার্নি'-তে বাদ্য সহকারীদের সঙ্গে ঋষিকে গানের তালে মেতে উঠতে দেখবেন দর্শক। অপেক্ষা আর মাত্র একদিনের।