রেকর্ড সমৃদ্ধ ১৮-র ফাইনাল

রাশিয়ার বিশ্বকাপ ছিল রেকর্ডে ভরা আর সেই রেকর্ড আরো বেড়ে গেল বিশ্বকাপের ফাইনালে। ক্রোয়োশিয়াকে ৪-২ গোলো হারানোর সাথে সাথে নতুন করে লেখা হল রেকর্ডের পুঁথি।

  • একাধিকবার বিশ্বকাপ জেতার তালিকায় নাম নথিঙুক্ত করল ফ্রান্স। ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেনটিনা ও উরুগুয়ের পর ষষ্ঠ দেশ হিসাবে নাম উঠল তাঁদের।

  • ১৯৯৮-র পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ৩টি গোল হল। সে বছর ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল ফ্রান্স এবার প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া।

  • বিশ্বকাপ ফাইনালে প্রথমবার আত্মঘাতী গোল করল মারিও মান্ডজুকিচ।

  • কোচ এবং ফুটবলার হিসাবে দেশকে বিশ্বকাপ এনে দিল দিদিয়ার দেশঁ। মারিও জাগালো ও জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর নাম উঠল তার।

  • শেষ চার বার বিশ্বকাপ ফাইনাল যেই দলগুলি পরাজিত হয়েছে তাদের গোলরক্ষক ফরাসি ক্লাব মোনাকোর হয়ে খেলছে। ২০০৬- ফ্যাবিয়ান বার্থেজ (ফ্রান্স), ২০১০ – মার্টেন স্টেকেলেনবার্গ(নেদারল্যান্ড), ২০১৪ - সার্জিও রোমোরো(আর্জেনটিনা), ২০১৮ – ড্যানিয়েল সুবাসিচ (ক্রোয়েশিয়া)।

  • বিশ্বকাপ ইতিহাসে কনিষ্ঠ গোলদাতার তালিকায় পেলের পর নিজের নাম নথিভুক্ত করল ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...