ফার্ন রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল ফার্ন রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যবৃন্দ।

পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে সঞ্চালক ইকেবানা সাথে ক্লাবের নানা জানা অজানা কথা ভাগ করে নিলেন ক্লাবের দুই যুগ্ম সম্পাদক শ্রী শুভাশীষ মুখার্জি এবং শ্রী সুজিত রায়। আড্ডার চলে তারা জানালেন, এইবছর তাদের পুজো পদার্পন করলো ৭৪ তম বছরে। এতগুলো বছর ধরেই তারা সাবেকি পুজো করে আসছেন বলেই জানিয়েছেন ক্লাবের দুই সম্পাদক।

থিমের এই ভিড়ে সাবেকি পুজোর মাধ্যমে এক ঘরোয়া পরিবেশ গড়ে তুলতে চান এই ক্লাবের সদস্যবৃন্দ। ঘরোয়া পরিবেশ থাকার কারণে দর্শনার্থীদের নিরাপত্তার দিকটিও ঘরোয়াভাবেই মিটিয়ে নিতে চায় এই ক্লাব। ক্লাবের নিজস্ব ভলেন্টিয়ার, মণ্ডপের পাশে সিসিটিভি ক্যামেরা প্রভৃতি দিয়ে নিরাপত্তার দিকটির খেয়াল রাখা হচ্ছে। অক্টোবরের তারিখ উদ্বোধন হতে চলেছে এই মণ্ডপটির। ভোগের ক্ষেত্রে এক বিশেষত্ব রয়েছে এই ক্লাবের। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাড়ার ২০ থেকে ২২টি পরিবারের উপরেই থাকে ভোগের দায়িত্ব। এক একটি পরিবার থেকে এক একটি পদ রান্না করে তা উৎসর্গ করা হয় মায়ের পায়ে। ভোগ নিয়ে আসার রীতিটিও বেশ ভালো।

ঢাক বাজিয়ে রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে মায়ের ভোগ প্রবেশ করানো হয় মণ্ডপে। সেই ভোগ পুজো শেষে বিতরণ করা হয় সকলের মধ্যে। ভোগের মেনুও ঠিক করেন পাড়ার সেইসব বাড়ি যেখান থেকে রান্না আসে মায়ের জন্য। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অষ্টমীর দিন অঞ্জলীর দৃশ্যটি হয় চোখে পড়ার মতো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘরোয়া আড্ডা যাতে কোনোভাবে বাধা না পরে তাই থিম পুজো করা হয়না। এই ক্লাবটিতে পৌঁছাতে গেলে আপনাকে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রো করে এসে নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে পৌঁছে যেতে হবে ফার্ন রোডে। ফার্ন রোড সংলগ্ন এলাকাতেই দেখা পাওয়া যাবে এই পুজো মণ্ডপটির। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...