প্রায় ১১ মাস ধরে মহাকাশে কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ| মার্কিন নাগরিক ক্রিস্টিনাই প্রথম মহিলা মহাকাশচারী যিনি এতদিন ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশে কাটালেন| তাঁর সঙ্গে ছিলেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির লুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্দার স্কভোর্স্তভ| তিনজনেই বৃহস্পতিবার গ্রীনিচের সময় অনুসারে ০৯১২তে পৃথিবীতে নিরাপদে ফিরে আসেন|
কাজাখস্তানে ল্যান্ড করার পর স্পেস শাটলের থেকে হাসিমুখে বেরোতে দেখা গেছে ক্রিস্টিনাকে। গত বছর ১৪ মার্চ পৃথিবী ছেড়েছিলেন তিনি। তাঁকে ট্যুইটারে অভিনন্দন জানিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প| তিনি লিখেছেন, ‘ক্রিস্টিনা আপনি তরুণ মহিলাদের কাছে অনুপ্রেরণা এবং আমেরিকা আপনার জন্য গর্বিত’| ৪১ বছরের ক্রিস্টিনা ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে নাসার মহাকাশচারী পেগি হুইটসনের রেকর্ড ভেঙ্গে দিলেন| পেগি ২০১৬-১৭ সালে প্রথম মহিলা হিসেবে ২৮৯ দিন মহাকাশে কাটানোর রেকর্ডের অধিকারিনী ছিলেন| তাঁর পুর্বসুরিকে পেগিকে ‘স্পেস মেন্টর’ বলে অভিহিত করেছেন ক্রিস্টিনা|
পৃথিবীতে ফেরত আসার তিন ঘন্টা আগে একটি সংবাদ মাধ্যমকে স্পেস স্টেশন থেকেই ক্রিস্টিনা জানান, পৃথিবী পৌছে মাইক্রোগ্রাভিটিকে ‘মিস’ করতে চলছেন| মহাকাশে ও স্পেস স্টেশনের মজাদার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি| ক্রিস্টিনা এখন কাজাখস্তান কারাগান্ডা এবং জার্মানির কোলন হয়ে হিউস্টনের নাসার সদর দফতরে যাবেন, যেখানে তার মেডিকেল পরীক্ষা করা হবে। কোচের মেডিকেল ডেটা নাসার বিজ্ঞানীদের কাছে বিশেষভাবে মূল্যবান হবে কারণ পরবর্তী নাসার মার্স মিশনে এই তথ্য ব্যবহার করা হবে|