আবারও একটি গ্র্যান্ডস্ল্যাম, আবারও শুরু হল রজার ফেডেরার-এর মাস্টারক্লাস। রবিবার ডেভিড গফিন-কে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন এর কোয়ার্টার ফাইনালে উঠলেন এই সুইস মহাতারকা।
রবিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে, বেলজিয়ান টেনিস খেলোয়াড় গফিনকে স্ট্রেট সেটে হারান রজার ফেডেরার। খেলার ফলাফল ৬-২, ৬-২, ৬-০। টুর্নামেন্টের ১৫তম শ্রেষ্ঠ তারকাকে একপ্রকার হেলায় হারিয়েছেন ফেডেরার। টানা ব্রেক করে তিনি পয়েন্ট তুলছিলেন গফিনের বিরুদ্ধে। অন্যদিকে টেনিস সম্রাটের সামনে, মাত্র একবার সার্ভিস ব্রেক করা ছাড়া আর তেমন কিছুই করতে পারেননি গফিন।
গতবারের যুক্তরাষ্ট্র ওপেন এর চতুর্থ রাউন্ডে অখ্যাত টেনিস খেলোয়াড় জন মিলম্যান-এর কাছে অবিশ্বাস্যভাবে হারতে হয় ফেডেরারকে। কিন্তু এবার সেই ভুল আর করেননি তিনি। কোয়ার্টারে পৌঁছে আরও একটি নয়া কীর্তি স্থাপন করলেন রজার। এই নিয়ে যুক্তরাষ্ট্র ওপেনে মোট ১৩ বার কোয়ার্টার ফাইনালে পৌঁছে, ভেঙে ফেললেন আন্দ্রে আগাসি’র কোয়ার্টারে পৌঁছনোর রেকর্ড। এখন শুধু সামনে রয়েছেন জিমি কোর্ন্স (১৭ বার)। এই ম্যাচ অতিক্রম করতে পারলেই সেমিফাইনালের টিকিট হাতে পেয়ে যাবেন টেনিস সম্রাট রজার ফেডেরার।