চলতি আইপিএলের একাদশ ম্যাচে হায়দ্রাবাদের রাজিভ গান্ধি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিকে ব্যাঙ্গালোর, যারা এখনও প্রথম জয় উপভোগ করতে পারে নি তো অন্যদিকে হায়দ্রাবাদ, যারা রাজস্থানের বিরুদ্ধে ১৯৮ রান তাড়া করে জয় পেয়েছে। তাই মনোবলের লড়াইয়ে ওয়ার্নাদের ধারে কাছে নেই কোহলি ব্রিগেড। তবে ব্যাঙ্গালোরকে অবমুল্যায়ন করা উচিত হবে না। তাদের দলে কোহলি ও ডিভিলিয়ার্সের মত ব্যাটসম্যান আছে যারা যে কোনও পরিস্থিতি থেকেই ম্যাচ বের করে আনতে সক্ষম। তবে আরসিবি অনেকটাই নির্ভর করে থাকে এই দুইজন ব্যাটসম্যানের ওপর। তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে কিছুটা হলেও টিম গেম প্রয়োজন আরসিবির। তার কারণ প্রতিপক্ষে জনি বেয়ারস্টো ও ড্যাভিড ওয়ার্নারের মত বিধ্বংসি ব্যাটসম্যান আছে। ব্যটসম্যান থাকলেও সানরাইজার্সের চিন্তার কারণ হতে পারে তাদের বোলিং লাইনআপ। বিগত যে-কটি ম্যাচে তারা জয় পেয়েছে তার শুধুমাত্র তাদের ব্যাটসম্যানদের জন্য, তাতে বোলারদের কোনও অবদান প্রায় নেই বললেই চলে। একই পরিস্থিতি ব্যাঙ্গালোর শিবিরেও। ওয়ার্নার ও বেয়ারস্টো-র মত ব্যাটসম্যানদের আটকানোর জন্য যেই ধরণের বোলিং দরকার, তা নেই তাদেরও। তাই ঘরের ম্যাচে হায়দ্রাবাদকে আটকানোর কাজটা খুবই কঠিন হবে কোহলি বাহিনীর।