সন্তান পালনের ছুটি মিলবে ছেলেদেরও

এবারে মহিলা কর্মীদের পাশাপাশি পুরুষ কর্মীদেরও সন্তান পালনের জন্য মিলবে ছুটি।  এমন সুখবর জানালো কেন্দ্রীয় সরকার। সাধারণত সন্তান পালনের জন্য সারা কর্ম জীবনে মহিলাদের ৭৩০ দিনের ছুটি নেবার নিয়ম রয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ম চালু করেছিলেন রাজ্যে। রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই সেই নিয়ম অনুসরণ করে চলেছে

  সন্তান পালনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পুরুষ কর্মচারীদের জন্য নিয়ে এলো সুখবর। সপ্তম বেতন কমিশন প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, কর্মরত পুরুষ কর্মচারীরা এবারে মোট কর্মজীবনের ৭৩০ দিন সন্তান পালনের জন্য ছুটি পেতে পারেন। এখনো অব্দি কেন্দ্রীয় সরকারি কাজে কর্মরতা মহিলারাই চাইল্ড কেয়ার লিভ নেওয়ার জন্য অনুমতি পেয়ে আসত।

কেন্দ্রীয় সরকারের নির্দেশনামা অনুযায়ী, মহিলারা কর্মজীবনের তিন ভাগে চাইল্ড কেয়ার লিভ নিতে পারবেন সর্বোচ্চ দুটি সন্তানের জন্য। পুরুষ কর্মীদের জন্য বিশেষ কিছু ক্ষেত্রেই চাইল্ড কেয়ার লিভ নিতে পারবেন তারা। স্ত্রী বিয়োগ, বিবাহ বিচ্ছেদ এবং অবিবাহিত কিন্তু সন্তানের বাবা,  এসব ক্ষেত্রেই বাবারা সন্তান দেখাশোনার জন্য চাইল্ড কেয়ার লিভ নিতে পারবেন।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...