FASTag new rules: ফ্যাসট্যাগের নতুন নিয়ম চালু করল সরকার, গাড়ি চালকদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ

কেন্দ্রীয় সরকারের চালু করা ফ্যাসট্যাগের নতুন নিয়ম তৈরি করল সরকার। পয়লা আগস্ট থেকে লাগু হচ্ছে এই নতুন নিয়ম।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নিয়ম জারি করেছে। সমস্ত গাড়ি চালক এবং ফ্যাসট্যাগ প্রদানকারী সংস্থাগুলিকে এই নির্দেশিকা অনুযায়ী চলতে হবে। এই নিয়ম অনুযায়ী, ফ্যাসট্যাগের জন্য নতুনভাবে কেওয়াইসি আপডেট করতে হবে। ফ্যাসট্যাগ প্রদানকারী সংস্থাগুলি তিন থেকে পাঁচ বছর আগে যে সমস্ত ফ্যাসট্যাগ জারি করেছিল, তা ৩১ অক্টোবরের মধ্যে কেওয়াইসি আপডেট করে নিতে হবে। এই আপডেট করা বাধ্যতামূলক।

যাদের ফ্যাসট্যাগ তিন থেকে পাঁচ বছরের মধ্যে তাদেরকে নতুনভাবে আপডেট করে নিলেই হবে। কিন্তু যাদের ফ্যাসট্যাগ ৫ বছরের বেশি পুরনো তাদের নতুন করে ফ্যাসট্যাগ ইস্যু করতে হবে। এর পাশাপাশি নতুন বা পুরাতন, সব গ্রাহকদেরকেই কেওয়াইসি আপডেট করতে হবে। এই আপডেট ছাড়াও ফ্যাসট্যাগের সঙ্গে গাড়ি রেজিস্ট্রেশন নম্বর ও চেসিস নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক। তবে এর সময়সীমা শুধুমাত্র পয়লা আগস্ট থেকে ৩১শে অক্টোবর।

প্রসঙ্গত, টোল পেমেন্ট প্রক্রিয়াকে সহজ করার জন্য এই টোল ব্যবস্থা চালু করেছিল সরকার। প্রাথমিকভাবে গাড়ি চালকদের টোল বুথে গিয়ে ফ্যাসট্যাগ দিতে হতো। কিন্তু ২০১৯ সালে টোল বুথের অযথা ভিড় কমাতে এই ইলেকট্রিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু করেছিল কেন্দ্রীয় সরকার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...