Everywhere I go. I see his face
Spider-man : Far from home এর শুরুটাই কিন্তু হয় endagme এর যুদ্ধের সেই ফেলা আসা ব্যাথা দিয়ে। Tony stark এর মৃত্যু ও তার শূন্যতা খুব বেশি ভাবে বোঝা যায়। Peter নিজেও নিজেকে সেই দুঃখ থেকে সে বার করতে পারে না কোনোমতেই।
কেউ তাকে ভুলতে পারে নি, কিন্তু সেই ঘটনাকে মনে রেখেই এগিয়ে যেতে হবে।
সিনেমাটি রিলিজ করবে ২০১৯ এর ৪ জুলাই। তার আগেই বেরোলো সিনেমাটির কিছু পোষ্টার ও প্রথম ট্রেলার। প্রথম ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে আমাদের চির পরিচিত spiderman কে এখনো নীল লাল মেশানো স্যুট পরে দেখা যাবে।
I am going on a vacation
হ্যাঁ, spiderman ছুটিতে যাচ্ছে। সে যাচ্ছে Venice। নিজের সীমানা থেকে বেরিয়ে এইবার তার যাত্রা শুরু হবে অন্য জায়গায়, অন্য ভাবে।
বদলাবে তার জীবনের অনেককিছু। হ্যাঁ, তার জীবনেই প্রথম প্রেম আসতে পারে বটে। ট্রেলারে MJ এর চরিত্রটাকে দেখানো হয় বেশ ভালোভাবেই।
spiderman এর জীবন বদলাবে তো ঠিকই, সাথে সাথে তার গোপন পরিচয় হয়তো আর গোপন থাকবে না। টিন বয়সের বদল আসবে তার জীবনে।
Nick fury calling : অবশেষে nick fury কে দেখা যাবে এই ছবিতে। তার প্রবেশ চিরকালই সমস্ত marvel সিনেমাকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।
Spiderman আবার সেই মানুষটারই ফোন তোলে না। তার কল চলে যায় ভয়েসমেইল এ। যদিও তাদের সাক্ষাৎ ঘটে অবশেষে। Nick এর সেই চাহনি হয়তো কোনো marvel ভক্ত ভুলতে পারে না। থাকবে নতুন অনেক চরিত্র, থাকবে নতুন মোড়, থাকবে নতুন অনেক সমস্যা। ততক্ষন অপেক্ষায়। তারিখের দিকে তাকিয়ে দিন গোনা। ৪ঠা জুলাই ২০১৯|