৫২ তম বিয়ে

 

বাংলা ধারাবাহিকে তাঁর অভিনয়জীবনের ২১ টি বছর অতিক্রান্ত। এমন কোনও অভিনেত্রী নেই যার সঙ্গে অভিনয় করেননি ভাস্বর চট্টোপাধ্যায়। শ্রীলেখা মিত্র থেকে শুরু করে ইন্দ্রাণী হালদারজুন মালিয়া,  দেবলীনা দত্ত,  অনন্যা চট্টোপাধ্যায়,  সৌমিলি ঘোষ,  সোনালী চৌধুরী,  মনামী ঘোষ,  তানিয়া কর, ঋতুপর্ণা সেনগুপ্ত,  ইপ্সিতা মুখার্জি,  অঙ্কিতা চক্রবর্তী কে না অভিনয় করেছেন তাঁর বিপরীতে?  তাঁর ধারাবাহিকের সংখ্যা গোনা বাতুলতামাত্র। এমন কোনও ধারাবাহিক নেই যেখানে তাঁর উপস্থিতি নেই। তিনি নেই এমন ধারাবাহিক বিরল। পাশাপাশি নানা ধরনের চরিত্রে তাঁকে এতকাল ধরে পেয়ে চলেছেন দর্শক। কখনও রোম্যান্টিক প্রেমিক,  কখনও দায়িত্বশীল স্বামী,  কখনও বাবার চরিত্রে,  কখনও আইনজীবী,  কখনও সাঁই বাবা, কখনও বা রামকৃষ্ণ পরমহংসদেবের পিতার চরিত্রে তাঁকে পেয়েছেন দর্শক। শুধুই পজিটিভ রোল নয়, নেগেটিভ রোলেও বাজিমাত করেছেন তিনি। ‘জয় কালী কলকাত্তেওয়ালি’-তে পুরোদস্তুর নেগেটিভ রোলে নিজেকে অন্য ইমেজে স্থাপন করেছেন তিনি। এমনকী ‘বাজলো তোমার আলোর বেণু’ ধারাবাহিকেও নেগেটিভ রোলে দেখা যাচ্ছে তাঁকে। শুধু ছোটপর্দাই নয়, বড় পর্দাতেও তাঁর কাজের তালিকা বেশ বড়২০০২ সালে ভগৎ সিং’ দিয়ে শুরু। এরপর একে একে আলো, রাজ মহল, সকাল সন্ধ্যা, রবিবারের বিকালবেলা, রাতভোর, কৃষ্ণকান্তের উইল, বালিগঞ্জ কোর্ট, ইতি, টক্কর, তিন তনয়া, রয়্যাল বেঙ্গল রহস্য, যেখানে ভূতের ভয়, গোগোলের কীর্তি, আমার পৃথিবী, গোরা, কমরেড, অ্যাবি সেন, আধুনিক, মহালয়া, আহা রে, ববির বন্ধুরা সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

এহেন ভাস্বরের কাছে জানতে চাওয়া হয়, আজকাল বাংলা ধারাবাহিকে নানা ধরনের এক্সপেরিমেন্ট চলছে। কিন্তু কী ধরনের ধারাবাহিক বাঙালি দর্শক বেশি পছন্দ করেন বলে তাঁর মনে হয়। ভাস্বর সাফ জানান- “যতই এক্সপেরিমেন্ট হোক না কেন বাঙালি দর্শক নির্ভেজাল ফ্যামিলি ড্রামাই বেশি পছন্দ করেন। কারণ যারা বাংলা ধারাবাহিক দেখেন তাঁরা বেশিরভাগই গৃহবধূ। ফলে, নিজের সঙ্গে মিল পাওয়া যাবে, নিজের সংসারের সঙ্গে মিল পাওয়া যাবে এমন ধারাবাহিকই তাঁরা দেখতে বেশি পছন্দ করেন।”

ভাস্বরের কেরিয়ারের ২১ বছর পার হয়ে গিয়েছে। আজও বিয়ের সিনে তাঁকে অভিনয় করতে হয়। ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’ ধারাবাহিকে আরও একটি বিয়ের সিনে দেখা যাবে তাঁকে। সহাস্যে ভাস্বর জানান, এই নিয়ে ৫২ তম বিয়েটা করছি। ভাস্বরের অভিনয় জীবনে ঘটে চলেছে আরও একটি মজার ঘটনা। ভাস্বরের রিয়েল লাইফ বেটার হাফ নবমিতা চট্টোপাধ্যায় ‘বাজলো তোমার আলোর বেণু’ ধারাবাহিকে তাঁর ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন। এই ঘটনা বেশ বিরল ফিল্মি কিংবা টেলিদুনিয়ায়। আর এই চরিত্র দুটিকে বেশ এনজয় করছেন স্বামী-স্ত্রী দুজনেই।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...