ফাল্গুনী সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল ফাল্গুনী সংঘের সদস্যবৃন্দ। সঞ্চালক ইকেবানা সাথে পুজোর আড্ডা @জিয়ো বাংলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক শ্রী অভীক মৈত্র, ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী চম্পক আইচ এবং সহ সম্পাদক শ্রী বিশ্বরূপ গাঙ্গুলি

আড্ডার ছলে তারা জানালেন তাদের ক্লাবের পুজো এইবছর পদার্পন করলো ৭৮ তম বছরে। গড়িয়াহাটের মুখে অবস্থিত এই ক্লাবটি এই বছর দর্শনার্থীদের জন্য উপহার দিতে চলেছে এমন একটি থিম যা কলকাতার বাইরে থাকা মানুষদেরও খুবই ভালো লাগবে। পুরোনো কলকাতা এবং নতুন কলকাতার মধ্যে এক মেলবন্ধন ঘটাতে চাইছে এই ক্লাব।

মণ্ডপের দ্বার কবে উন্মোচিত হবে তা এখনো ঠিক না হলেও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত দ্বিতীয়ার দিন এই পুজোর উদ্বোধন হতে চলেছে। এই ক্লাবের ঐতিহ্য অনুযায়ী চতুর্থীর দিন পাড়ার মা কাকিমারা মিলে দেবীবরণ করে থাকেন। ঐদিন সন্ধ্যায় একটি ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মণ্ডপে বহাল থাকছেন পুলিশ প্রশাসন। এছাড়াও ক্লাবের নিজস্ব ভলেন্টিয়ারও থাকছে ভিড় সামলানোর জন্য। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তমী থেকে নবমী প্রতিদিন মায়ের জন্য ভোগের ব্যবস্থা থাকে তাই কোনো বাড়িতেই সে কদিন আর হাঁড়ি চড়েনা। পাড়ার সকলে একত্রিত হয়ে ভোগ খাওয়ার মধ্যে দিয়েই নিজেদের আনন্দ খুঁজে নেন এই ক্লাবের সদস্যবৃন্দ। কলকাতার বদলের পর যাদের জন্ম তারা যদি পুরোনো কলকাতাকে একবার খুঁজতে চান তাহলে পৌঁছে যেতেই হবে ফাল্গুনী সংঘের এই পূজা মণ্ডপটিতে।

এই ক্লাবটিতে পৌঁছাতে হলে আপনাকে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রোতে করে এসে নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে অটো করে পৌঁছাতে হবে গড়িয়াহাট। গড়িয়াহাটের রাস্তা ধরে সোজা হাঁটলেই পৌঁছাতে পারবেন এই পুজো মণ্ডপটিতে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...