দর্শকের মন জয় করতে ব্যর্থ

সঙ্গীত ও পরিচালনা :স্বপন ঘোষাল                                       

 অভিনয়ে :সম্রাট মুখোপাধ্যায়, কুমার চৌধুরী , অর্ঘ্য মুখোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্য , ড: অমিতাভ ভট্টাচার্য , ইন্দ্রানী চট্টোপাধ্যায় , মৌমিতা বোস,হিমিকা পাত্র , রোহিত গুপ্ত ,সুমন্ত মুখোপাধ্যায়,জীবন সাহা , ফাইয়াজ খান , শান্তিময় রায় , অবন্তি মোহন বন্দ্যোপাধ্যায়                     

প্রযোজনা :প্রতিশ্রুতি বাঙালী মানেই রহস্য গল্পের প্রতি আলাদা একটা টান ।বাঙালী মানেই ফেলুদা , বাঙালী মানেই ব্যোমকেশ । এছাড়াও বাঙালীর আরও একজন প্রিয় গোয়েন্দা আছেন -তিনি হলেন গোয়েন্দা বাসব ।এই গোয়েন্দার সৃস্টিকর্তা হলেন কৃশানু বন্দ্যোপাধ্যায় ।আর এই গোয়েন্দাকে সিনেমার পর্দায় নিয়ে এলেন পরিচালক স্বপন ঘোষাল ।প্রতিশ্রুতি প্রযোজিত  কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে স্বপন ঘোষালের পরিচালনায় রহস্য ছবি "রহস্যভেদী বাসব" শুক্র বার মুক্তি পেল । বাসবের চরিত্রে আবার দেখা গেল সম্রাট মুখোপাধ্যায়-কে । আগের মতোই বাসবের সহকারী শৈবালের চরিত্রে রয়েছেন কুমার চৌধুরী । ছবির সংক্ষিপ্ত কাহিনী এরকম -রণদাকান্ত নাগচৌধুরী উদলাবাড়ি টী এস্টেট-এর প্রতিষ্ঠিত ব্যবসায়ী। স্ত্রী গত হয়েছেন অনেক আগেই । একমাত্র সন্তান সৈকত বর্তমানে বিদেশ থেকে মাইনিংইঞ্জিনিয়ার হয়ে দেশে ফিরছে । রণদাকান্ত ছেলের এই সাফল্যে খুশি হয়ে বাড়িতে একটি পার্টির আয়োজন করে । পার্টিতে নিমন্ত্রিত হয় সৈকতের কয়েকজন বন্ধুবান্ধব । পার্টির দিন গভীর রাত্রে খুন হন  প্রশান্ত রায় -ইনি সৈকতের নিমন্ত্রিত দের মধ্যে একজন । তিনি কেনই বা খুন হলেন , খুনির কি বা সেই স্বার্থ। সন্দেহর তির বাড়ির প্রতিটি মানুষের দিকে যায় । রহস্য ঘনীভূত হতে থাকে । অবশ্যই সেই রহস্য উন্মোচন করেন গোয়েন্দা বাসব । এত সুন্দর একটি কাহিনীর দুর্বল চিত্রনাট্যের জন্য ছবিটার টানটান পরিস্থিতি তৈরি করতে ব্যর্থ হয়েছে ।ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পূর্বা ঘোষাল। চিত্রনাট্যের বুনটের প্রতি তাকে আরো বেশি মনোযোগী হওয়া দরকার ছিল । ছবিতে বাসবের চরিত্রে সম্রাট মুখোপাধ্যায় ও সহকারীর চরিত্রে কুমার চৌধুরী ভালো লাগে ।অনান্য অভিনেতা অভিনেত্রী দের মধ্যে মৌমিতা বসু , হিমিকা পাত্র , ইন্দ্রানী চট্টোপাধ্যায় , রঞ্জন ভট্টাচার্য- তাদের চরিত্রকে বিশ্যস্ত করে তুলতে যতাসাধ্য চেষ্টা করলেও সুদীপ্ত দের অতি মাঝারি মাপের চিত্রগ্রহন ও এম.সুস্মিতের আরো নিম্নমানের এডিটিং ছবিটির অভিনেতা অভিনেত্রীদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে  ।সার্বিকভাবে ছবিটি দর্শকের মন জয় করতে ব্যর্থ । 

এটা শেয়ার করতে পারো

...

Loading...