দু প্লেসির পছন্দ নয় সুপার সিরিজ মডেল

সৌরভ গাঙ্গুলির মস্তিষ্কপ্রসূত সুপার সিরিজের ভাবনাকে নস্যাৎ করে দিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। তিনি মনে করেন চার দলের বদলে আরও বেশি দল নিয়ে এই সিরিজ করা উচিত। দু প্লেসি আরও বলেছেন ছোট দেশগুলো বছরে কম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায়। বড় দেশগুলোর সাথে তাদের আরও বেশি করে খেলা দেওয়া উচিত। এর ফলে ছোট দেশগুলোর মধ্যেও ক্রিকেট নিয়ে উৎসাহ আরও বাড়বে।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির ভাবনা এই সুপার সিরিজ। যেই সিরিজে খেলতে দেখা যাবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আরেকটি দেশকে। প্রতি বছর এই সুপার সিরিজ আয়োজন করা হবে বলে জানিয়েছেন সৌরভ। তবে দু প্লেসি মনে করেন ক্রিকেটের প্রসারের জন্য আরও বেশি দল নিয়ে এই সিরিজ আয়োজন করা উচিত। তিনি মনে করেন ক্রিকেটের তিনটি দেশের দিকে তাকিয়ে ক্রীড়াসূচি তৈরি করা উচিত নয়। এর ফলে ক্রিকেট এই দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে। খেলার প্রসার ঘটানো দরকার বলে মনে করেন দু প্লেসি। তাই আরও বেশি দলকে নিয়ে এই সিরিজ আয়োজন করা উচিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...