হোয়াটসঅ্যাপের একটি বাগ খুঁজে পেয়েছিলেন কেরালার এক ছাত্র। হোয়াটসঅ্যাপে ইউজারের অজান্তে, কোনো রকম সম্মতি ছাড়াই হোয়াটসঅ্যাপ ফাইল পুরোপুরি ডিলিট করে দেওয়া যেত মেমরি থেকে।
কেরলের আল্লাপুহার বাসিন্দা উনিশ বছরের কে এস অনন্তকৃষ্ণ পাথনামথিত্তা এই সমস্যা জানিয়ে দু’মাস আগে মেসেজ পাঠিয়েছিলেন ফেসবুক টিমকে। সমস্যা জানাবার সঙ্গে সঙ্গে সম্ভাব্য সমাধানও পাঠিয়েছিলেন।
সেই সমাধান দু’মাস ধরে পর্যবেক্ষণের পর ফেসবুক টিম অনন্তকৃষ্ণ-এর সঙ্গে যোগাযোগ করে। তাঁর সমাধানকে স্বীকৃতি জানানো হয়। সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থাটি তাঁকে পুরস্কৃত করেছে।
৫০০ মার্কিন ডলার আর্থিক পুরস্কার। সঙ্গে ফেসবুকে হল অফ ফেম লিস্টে আশিতম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
কে এস অনন্তকৃষ্ণ পাথনামথিত্তা মাউন্ট জিওন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর বি টেক বিভাগের ছাত্র।
কেরালা পুলিশের সাইবারডোম টিমের সঙ্গে কাজ করেন অনন্তকৃষ্ণ। এছাড়াও সাইবার সংক্রান্ত বিষয়ে গবেষণায় যুক্ত আছেন তিনি। তাঁর গবেষণার বিষয় এথিক্যাল হ্যাকিং।
সাধারণত ফেসবুক সংস্থা তাদের কোনো অ্যাপ্লিকেশনে ভুল থাকলে বা সমস্যা চিহ্নিত করলে সেই ব্যক্তিকে আর্থিক সম্মান জানায়।