মোবাইল ফোন বা নম্বর নেওয়ার ক্ষেত্রে মানতে হবে নতুন নিয়ম

এবার থেকে নতুন ফোন কেনার সময় বাধ্যতামূলকভাবে ফেস স্ক্যান করতে হবে ক্রেতার| সম্প্রতি এই নিয়মই জারি হয়েছে চিনে| নতুন মোবাইলই শুধু নয়| নতুন মোবাইল নম্বর নেওয়ার ক্ষেত্রেও এই পরিষেবার ব্যবহার করা হবে বলে জানা গেছে| চিনে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় সামনে আনার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত|

বর্তমানে, আমাদের দেশে মোবাইল ফোন বা নতুন মোবাইল নম্বর নেওয়ার সময় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড দেখাতে হয়| কিন্তু সম্প্রতি চিনে নিয়ম করা হয়েছে, পরিচয়পত্র দেওয়ার পরেও সেই ক্রেতার ফেস স্ক্যান করা হবে| অনেকসময়েই দেখা যায় মোবাইল বা মোবাইল নম্বর নেওয়ার সময়ে লোকজন অন্যের পরিচয়পত্রের সাহায্য নেয়| এই বিষয়টি বন্ধ করার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত| এছাড়া জানা গেছে, শুধু চিনেই নয়, ইন্টারনেট ব্যবহারকারীরা অনেকসময়েই নিজেদের আসল পরিচয় ঢাকা দিয়ে ছদ্ম পরিচয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি ব্যবহার করে থাকে| তাই ফোন কেনার সময়েই পরিচয়পত্রের সাথে ক্রেতার মুখের মিল রয়েছে কিনা দেখে তবেই তার হাতে তুলে দেওয়া হবে সেই আকাঙ্খিত জিনিসটি| চিনে প্রায় একবছর ধরে এই নিয়মটি চালু করার চেষ্টা করা হচ্ছিল যাতে ভবিষ্যতে মোবাইল ব্যবহারকারীরা তাদের নিজের নাম দিয়েই ইন্টারনেটে ‘লগ ইন’ করে|

মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির তরফ থেকে টেলিকম অপারেটরদের জন্য করা নতুন নিয়ম অনুযায়ী, এই নিয়ম লাঘু হলে এরপর থেকে সরকারের কাছে সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীর তথ্য দেওয়া থাকবে|

চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই নিয়মটি চালু করার কথা হলেও এই নিয়ম চালু হতে চলেছে আগামী রবিবার থেকে| এই নিয়মের কথা আগে থেকে উপকার পাওয়া গেলেও সেখানকার মানুষজনের বক্তব্য, এরফলে অতিরিক্ত ডেটা সরকারের হাতে চলে যাচ্ছে| সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে এই নিয়ে প্রতিবাদও করেন অনেকে| তাদের বক্তব্য, পাবলিক অপিনিয়ন না নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার| এর আগে বারবার নানাভাবে সাইবার ক্রাইমের শিকার হওয়া মানুষও এতে ভয়ানক আপত্তি জানিয়েছেন|     

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...