পুজোর সময়ে অতিরিক্ত যাত্রীদের সামাল দেওয়ার জন্য পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল একগুচ্ছ ট্রেনের ঘোষণা করল। রেল কর্তারা বলেছেন, যাত্রীদের চাহিদা খতিয়ে দেখে বিভিন্ন গন্তব্যের জন্য এই বিশেষ ট্রেনগুলির ঘোষণা করা হয়েছে। তাই পুজোর সময়ে ট্রেনের টিকিটের জন্য হাপিত্যেশ করার আর প্ৰয়োজন নেই। শুধুমাত্র দূরপাল্লার ট্রেনই নয়, হাওড়া এবং শিয়ালদহ বিভাগে শহরতলিতে বিশেষ ট্রেন চালানোর কথাও ঘোষণা করেছে পূর্ব রেল।
৩০ সেপ্টেম্বর কলকাতা ও আলিপুরদুয়ারের মধ্যে ন'জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। প্রতি বুধ ও রবিবার ট্রেনগুলি ছাড়ছে কলকাতা থেকে এবং ফিরতি ট্রেনগুলি ছাড়ছে আলিপুরদুয়ার থেকে প্রতি বৃহস্পতি ও সোমবার। এছাড়া পূর্ব রেল হাওড়া বিভাগে সপ্তমী, অষ্টমী এবং নবমীর রাতে চার জোড়া বিশেষ লোকাল ট্রেন চালাবে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত রবিবারের বিকেল তিনটে অব্দি যে সূচিতে ট্রেন চলে, সেই সূচি অনুযায়ী লোকাল ট্রেনগুলি চালানো হবে। শিয়ালদহ বিভাগে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীর রাতে বিভিন্ন গন্তব্যে দশ জোড়া বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। সপ্তমী থেকে দশমী-দুপুর দুটো পর্যন্ত শিয়ালদহ সেকশনের সূচি অনুযায়ীই ট্রেনগুলি চালানো হবে। শালিমার-ভঞ্জপুর রুটে ১৩ জোড়া, পুরী-ভঞ্জপুর রুটে ১৩ জোড়া ট্রেন ছাড়াও বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে।
এছাড়াও নবরাত্রির কথা মাথায় রেখে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন যাত্রীদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করেছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'ব্রত-কা -খানা'। আইআরসিটিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ব্যবস্থাকে তাদের ই-কেটারিং পরিষেবার আওতায় রাখা হয়েছে। যাঁরা এই স্পেশাল ব্রতের খাবার খেতে চান, তাঁদের ওয়েবসাইটে খাবারের অর্ডার করতে হবে। এক্ষেত্রে ট্রেন যাত্রা শুরুর অন্তত দু'ঘন্টা আগে পিএনআর নম্বর সহ অর্ডার করতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। রাখা হয়েছে একাধিক পদ।