আজকের একবিংশ শতকে দাঁড়িয়ে আমরা যখন মানুষের সঙ্গে কথা বলতেই ভুলে গেছি, সোশ্যাল মিডিয়া আমাদের একটি নাগপাশে বেঁধে রেখেছে, যে পাশাপাশি থেকেও আমরা কথা না বলে মোবাইলে চ্যাট করি। এই অবস্থার মধ্যে থেকে আমরা একে অন্যের প্রতি টান অনুভব করিনা। নতুন প্রজন্ম বন্ধুত্ব তথা প্রেমও করছে সোশ্যাল মিডিয়ায়। নিজে হাতে কলম বা পেন দিয়ে লেখা চিঠি এখন বিলুপ্তপ্রায়। অতীত হয়ে গেছে চিঠির অনুভূতি। চিঠি লেখা অথবা চিঠি পাওয়া অতীতে একটা আলাদা অনুভূতি ছিল প্রেরক এবং প্রাপকের মধ্যে। ছিল কল্পনার জায়গা। চিঠি পেয়ে সেই মানুষ সম্পর্কে কল্পনা করা ছিল আলাদা অনুভূতি। এখন তা পাল্টে গেছে। এখন সব টেক্সট মেসেজ। এছাড়াও ছিল প্রেমপত্রের আলাদা ব্যাপার। চিঠি এবং প্রেমপত্র আলাদা রকম সাহিত্যের সৃষ্টি করেছিল, তা কিছুতেই অস্বীকার করা যায়না।
সেই সময়কেই ফিরে পেতে, বলা ভালো একটু আঁচ পেতে মালদা বইমেলা আয়োজন করেছে একটি বিশেষ ভাবনা। ৩০তম মালদা বইমেলায় রাখা থাকবে একটি ডাকবাক্স। প্রতিদিন সন্ধ্যায় সেই ডাকবাক্স খুলে বাছাই করা দশটি প্রেমের চিঠি বা চিরকুট বইমেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে দর্শকদের পড়ে শোনানো হবে। আসলে বইমেলায় প্রচুর মানুষ আসেন যাঁরা বই কেনেন, আবার অনেকে আসেন যাঁরা বই ভালোবাসেন কিন্তু কেনেন না, কিছু মানুষ শুধু ঘুরতেও আসেন। তো সকলকেই এই চিঠি লেখার আহ্বান জানাচ্ছে মালদা বইমেলা কর্তৃপক্ষ। তাঁদের আশা অনেক মানুষই এই আহ্বানে সাড়া দেবেন। অনেকেই অব্যক্ত অথবা পুরোনো প্রেম প্রকাশের সুযোগ পাবেন। আগামী ১৬জানুয়ারি এই বইমেলা শুরু হচ্ছে।