আজ বাদে কাল নতুন বছরের শুরু। নতুন বছরকে স্বাগত জানাতে আমরা সবাই একেবারে তৈরী। কলকাতা তো বটেই, বাইরে থেকেও প্রচুর মানুষ কলকাতায় আসছেন নতুন বছরের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে। তাই কলকাতার রাস্তায় প্রচুর মানুষের ভিড় যেমন হবে, তেমনি ভিড় সামাল দিতে যানবাহন যেন কম না পড়ে, তার দিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে পরিবহন নিগম। যারা চাইছেন সারা রাত চুটিয়ে আনন্দ করবেন, তাদেরও যাতে কোনো রকম অসুবিধে না হয়, তার জন্য রাত্রিকালীন বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিগম। শুধু তাই নয়, আজ এবং আগামীকাল বছরের প্রথম দিন কলকাতায় ঘুরতে আসা মানুষ যাতে ট্রামে চড়েও প্রথম বছরের আনন্দের মজা নিতে পারেন, তার ব্যবস্থাও রাখা হচ্ছে। শহীদ মিনার থেকে খিদিরপুর পর্যন্ত ট্রাম রুট অল্প সময়ের ব্যবধানে চালানো হবে।
ছুটির দিনে চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, পার্ক স্ট্রিট এলাকায় অতিরিক্ত বাস চালানো হয়েছে, দুপুর থেকে রাত অব্দি। সেগুলো তো থাকছেই। তাছাড়া ধর্মতলা চত্বর, পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় রাতের বাসের সংখ্যা বাড়ানো হবে। নিরাপত্তার জন্য বাসগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, নিগমের কন্ট্রোল রুম-ও ২৪ ঘন্টা খোলা থাকছে। যোগাযোগ রাখা হচ্ছে কলকাতা পুলিশের সঙ্গে। বাসগুলি নিগমের পথদিশা আপেও দেখার ব্যবস্থ্যা রাখা হচ্ছে যাতে যাত্রীদের অসুবিধে না হয়। এভাবেই নতুন বছরে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা দিতে বদ্ধপরিকর পরিবহন নিগম।