একটি নতুন এক্সপ্রেসওয়ের মাধ্যমে দিল্লি থেকে দেহরাদুনের দূরত্ব ২৫০ কিমি থেকে কমে মাত্র ১৮০ কিমি হয়ে যাচ্ছে। সোমবার এই মর্মে অনুমতি মিলেছে এক্সপ্রেসওয়ে তৈরির।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এসএস সাধু সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং-এর সঙ্গে দেখা করলে মুখ্যমন্ত্রী ওই প্রকল্পে সম্মতি দিয়েছেন। এই রাস্তা তৈরী হয়ে গেলে মাত্র আড়াই ঘন্টায় দিল্লি থেকে দেরাদুনে পৌঁছনো যাবে বলে জানান ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। বর্তমানে দিল্লি থেকে দেরাদুনে যেতে পাঁচ-ছয় ঘন্টা সময় লাগে এবং মিরাট, মুজফ্ফরনগর ও রুরকি -র ওপর দিয়ে যেতে হয়। কিন্তু নতুন পথে শুধুমাত্র বাগপত এবং সাহারানপুর হয়ে পৌঁছে যাওয়া যাবে দেরাদুনে। এইভাবে নতুন পথটি কম সময় লাগার কারনে পর্যটকদের আকৃষ্ট করবে এবং তার ফলে রাজ্যের অর্থনৈতিক উন্নতি হবে বলেও মনে করা হচ্ছে।
তিন দফায় এনএইচএআই অফিসাররা উত্তরাখণ্ডের প্রধান সচিব উৎপল কুমার সিং কে প্রকল্পটি প্রদর্শন করে দেখান। প্রথম পর্বের জন্য খরচ পড়বে ৩,২৫০ কোটি টাকা, দ্বিতীয় দফার জন্য সবচেয়ে বেশি খরচ পড়বে ৪,৮৩০ কোটি টাকা। প্রথম পর্বে রাস্তাটি অক্ষরধামের সঙ্গে দিল্লিকে যুক্ত করবে, দ্বিতীয় দফায় সাহারানপুর এক্সপ্রেসওয়ে যুক্ত হবে এবং তৃতীয় দফায় গণেশপুর থেকে দেরাদুন যুক্ত হবে। শেষ পর্যায়ে একটি ১.৮ কিমি লম্বা টানেল তৈরী করতে হবে, যা দেরাদুনের ডাট কালী মন্দিরের সামনে তৈরি হবে।
এনএইচএআই-এর চেয়ারম্যান জানান, এই রাস্তা কিছু কিছু জায়গায় উত্তরপ্রদেশের ওপর দিয়ে যাবে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ দরকারের কাছ থেকেও অনুমতির প্রয়োজন আছে যাতে রাস্তা তৈরির সময় কোনওরকম অসুবিধা না হয়।