পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হলো ক্যান্সারের টিকা

বহু বছর বললে বলা ভুল হবে। বহু যুগ ধরে যে একটি রোগ নিয়ে গবেষণা চলে আসছে তা হলো ক্যান্সার। এই রোগে একবার আক্রান্ত হলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রাথমিক পর্যায় যদি এই রোগ শনাক্ত করা যায় তবেই একমাত্র সেই রোগীকে বাঁচানো সম্ভব। কিন্তু সবক্ষেত্রে এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। ফলে এই রোগ থেকে আরোগ্য প্রাপ্তি বেশ কঠিন বলেই ধরা হয়। এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা এখনো পর্যন্ত আবিষ্কৃত না হওয়ার কারণেও এই রোগের বিস্তৃতি হচ্ছে। কিন্তু চিকিৎসাবিজ্ঞানও চুপ করে বসে নেই। তারাও দীর্ঘকাল ধরে গবেষণা করে চলেছেন এই রোগের হাত থেকে প্রাণিজগৎকে রক্ষা করার জন্য।

সম্প্রতি এই রোগ নিয়ে গবেষণা আরও একধাপ এগিয়েছে। বিজ্ঞানীদের আবিষ্কার করা টিকা ক্যান্সারের ক্ষেত্রে এক নতুন দিক খুলে দিতে পারে। তারা জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের আবিষ্কার করা ক্যান্সারের প্রতিষেধক ৮০০টি সারমেয়র উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। এই পরীক্ষা সফল হলেই তা মানুষের উপর প্রয়োগ করার কথা ভাবতে হবে।

জানা গেছে, দীর্ঘ ১২ বছরের গবেষণার পর মার্কিন বিজ্ঞানীদের একটি দল এই টিকা আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। গবেষকরা জানিয়েছেন, তাদের আবিষ্কৃত এই টিকা বা প্রতিষেধক কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির সাহায্য ছাড়াই শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি স্থগিত করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত 'বায়ো ডিজাইন ইনস্টিটিউট'-এর গবেষকরা জানান, তাদের আবিষ্কৃত এই টিকা ৮০০টি সারমেয়র উপরে প্রয়োগ করা হয়েছে। তাদের অভিভাবকদের অনুমতি পাওয়ার পরেই তারা সেই সারমেয়দের টিকাকরণের ব্যবস্থা করেছে। টিকাকরণের পর প্রাথমিকভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভবিষ্যতে তাদের স্বাস্থ্যের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেই দিকটি খতিয়ে দেখা হবে।

কিন্তু এই পরীক্ষার জন্য কেন সারমেয়কেই বেছে নেওয়া হলো? এর উত্তরে বিজ্ঞানীরা জানান, মানুষ এবং সারমেয়দের শরীরের গঠন এক প্রকৃতির। তাদের খাবার এবং ওষুধও এক প্রকৃতির হওয়ার কারণেই সারমেয়দের বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক টিকাকরণের জন্য। সম্প্রতি প্রকাশিত হওয়া এই গবেষণার ফলের দিকে এখন তাকিয়ে রয়েছে সমগ্র পৃথিবীবাসী। এই গবেষণা সফল হোক আশা সকলের।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...