৫৪ কোটির পেন

ডিজিটাল যুগে দাঁড়িয়ে কমছে খাতা কলমের ব্যবহার। কিছুকাল আগে পর্যন্ত পেন নিয়ে সাধারণ মানুষের মনে একটা ফ্যান্টাসি ছিল। যার কাছে যে ধরণের পেনই থাকুক না কেন একটা দামি পেন সঙ্গে থাকবে এমন ইচ্ছা সকলের মধ্যেই ছিল। বর্তমান যুগে কাগজ-পেনের ব্যবহার কমে গেলেও আজও খোঁজ মেলে এমন কিছু পেনের, যেগুলির দাম আকাশছোঁয়া। চলুন আজ সেরকমই কিছু পেনের খোঁজ নেওয়া যাক........

১) মন্টেজেরাপ্পা- এনসিয়েন্ট মেক্সিকান সিভিলাইজেশন রোলারবল পেন- এই পেনটির দাম ৯৭ লক্ষ টাকাব্রোঞ্জের তৈরী এই পেনের নিবটি ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরী। বিশ্বাস করা হয়, মেক্সিকান সংস্কৃতি এতটাই উন্নত ছিল যে তারা ইউরোপিয়ানদের আগে দেশীয় লেখার ব্যবস্থার প্রচলন করে। প্রথম দিকে সেই সময় পেনের প্রতিটি সাইডে মেক্সিকান দেবদেবীর ছবি দেওয়া হতো। এই পেনেরই বর্তমানে ভারতীয় মুদ্রায় দাম ৯৭ লক্ষ টাকা।

২) মঁ ব্লাঁ- বোহেমি রয়্যাল পেন- একটি প্রজাপতি দেখে অনুপ্রাণিত হয়ে এই পেন তৈরী করা হয়েছিল। এই পেন সলিড হোয়াইট, ইয়েলো এবং রোজ গোল্ড এই তিনটি রঙে উপলব্ধ। এই পেনটিতে ৭.২১ ক্যারেটের ১৪০২টি ওয়েসেলটন হিরে রয়েছে। এছাড়াও এই পেনটিতে রয়েছে ০.২১ ক্যারেটের মোট ৩৭টি নীলা। ভারতীয় মুদ্রায় এই পেনটির দাম ১ কোটি টাকা

৩) মঁ ব্লাঁ- ডায়মন্ড সলিটিয়ার পেন- সোনা এবং হিরে দিয়ে তৈরী এই পেনটির দাম ভারতীয় মুদ্রায় ১.১ কোটি টাকা মাত্র। 

৪) ক্যারান ডি'আচ-১০১০ ফাউন্টেন পেন- ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরী এই পেনটির নিব।সোনার নিবের জন্যই এই পেন মূল্যবান। ভারতীয় মুদ্রায় এই পেনটির দাম ১.১ কোটি টাকা

৫) মঁ ব্লাঁ-মিস্ত্রি মাস্টারপিস- এই পেনটির দাম ভারতীয় মুদ্রায় ৪.৪ কোটি টাকাসাদা ও গোল্ডের সমন্বয়ে তৈরী এই পেনটি যে সংস্থা তৈরী করে, সেই সংস্থাটি চালু হয় ১৯০৬ সালে। পেনটি তৈরী হওয়ার পরেই পেনটি এক্সপেন্সিভ পেনের লিস্টে নিজের নাম নথিভুক্ত করে।

৬) অরোরা- দ্য অরোরা দিয়ামান্তে- ৩০ ক্যারেটের ডি'বেয়ারসের হিরে দিয়ে তৈরী এই পেনটির দাম ভারতীয় মুদ্রায় ১০.০৬ কোটি টাকা। এই পেনের বডি সম্পূর্ণ প্ল্যাটিনাম দিয়ে তৈরী। এই পেনের নিব আবার সোনার তৈরী। একে প্ল্যাটিনামের বডি তার উপর হীরের কাজ এবং সবশেষে সোনার নিব, দাম তো হবেই।

৭) টিবাল্ডি- ফুলগোর নকটারনাস- এই পেনটির দাম বেশি নয়| এর দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৫৪.৬৯ কোটি টাকা। এক্সপেন্সিভ পেনের লিস্টে সবার উপরে যার অবস্থান সেটি হলো এই টিবাল্ডি-ফুলগোর নকটারনাস। এই পেনটিতে রয়েছে মোট ৯৪৫টি হিরে এবং ১২৩টি রুবি

বিশ্বের সবচেয়ে দামি কিছু পেনের খোঁজ রইলো আপনাদের জন্য। তাই দামি পেন ব্যবহারের ইচ্ছে হলে আর সামর্থ্য থাকলে এই পেনগুলির কথা ভেবে দেখতেই পারেন একবার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...