সত্য ঘটনা অবলম্বনে নতুন হিন্দি ছবি নিয়ে আসছে প্রযোযক অরিত্র দাস, নাম ‘ঝাড়খণ্ড স্টোরি’ !

রামকমল মুখোপাধ্যায়ের সাথে প্রথম টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেন তিনি । সেটি হল বাংলা ছবি ‘নটী বিনোদিনী’। সেখানে তিনি প্রযোজক হিসেবে কাজ করেছেন। তবে এটা তাঁর প্রথম কাজ নয়। এর আগে তিনি দুটো ছোট ছবি ‘কেকওয়াক’ এবং ‘সিজনস গ্রিটিংস’ ছবিগুলিতে  প্রযোজনা করেছেন।

মাঝে কিছুদিনের বিরতি নিয়েছিলেন কিন্তু ফের দর্শকদের জন্য এক নতুন ছবি নিয়ে আনছেন প্রযোযক অরিত্র দাস।

তবে এবার আর বাংলা নয়, সোজা বলিউড। এবার তিনি হিন্দি ছবির প্রযোজক। তাঁর আগামী ছবির বিষয় হল ঝাড়খণ্ডের নারীপাচারকে নিয়ে। এই ছবির পটভূমিকায় রয়েছে রাজকুমারের লেখা গল্প।

অরিত্র এক সংবাদ মাধ্যমকে জানায় যে চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং জোরকদমে চলছে। এই ছবিতে কাহিনিকারই চিত্রনাট্য লিখছেন। সত্যি ঘটনা অবলম্বনে এই ছবির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘ঝাড়খণ্ড স্টোরি’। এই ছবিতে দেখা যেতে পারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আর মাধবন, কঙ্কনা সেন শর্মাকে।

কিছুদিন আগে এক বিজ্ঞাপনী ছবির শুট শেষ করেছেন প্রযোযক অরিত্র। সেখানে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউড তারকা টাইগার শ্রফ। এরপরেই সামাজিক পাতায় তিনি নতুন ছবির মহরতের আভাস দেন তিনি।

কিন্তু ‘নটী বিনোদিনী’র মতো জীবনী ছবি করার পরে কেন এমন সত্য ঘটনাকে নিয়ে ছবি করার কথা ভাবলেন? এই প্রসঙ্গে অরিত্র সংবাদ মাধ্যমের দ্বারা জানায় যে তিনি অনেক দিন ধরেই সত্যি ঘটনা অবলম্বনে ছবি বানাতে চাইছিলেন। এখনও ঝাড়খণ্ডে নারীপাচার বড় সমস্যা। এই অপরাধের সঙ্গে যুক্ত স্থানীয় নেতা, প্রশাসন। ফলে, খুব সাবধানে চিত্রনাট্য লিখতে হচ্ছে তাঁদের। তঁর মতে অনেকের নাম হয়তো এই ছবিতে রাখা যাবে না। তাঁর ইচ্ছে যে এই ছবির শুটিং আগামী বছরের গোড়া থেকেই শুরু করবে। তিনি আরও জানিয়েছেন যে যেহেতু এই ছবির গল্প সত্য ঘটনা নিয়ে তাই নিজেই গবেষণার কাজে নেমে পড়েছেন। এখন সেই কাজে্র জন্য আপাতত তিনি দিল্লিতে।

জানা গিয়েছে এই ছবির অফিশিয়াল কাজ শুরু করবেন সম্ভবত ২৭ নভেম্বর থেকে অর্থাৎ গুরু নানকের জন্মদিনে। এই ছবির বড় অংশ জুড়ে থাকবে ‘ঝাড়খণ্ড’ এলাকা। কিন্তু বাকি শুটিং কোথায় হবে সেটা  এখনও ঠিক করা হয়েনি।

এছাড়া জানা যাচ্ছে সৎ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে পারে মাধবনকে। অপরাধের চাঁইয়ের ভূমিকায় ভাবছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। এবং মহিলা পুলিশ অফিসারের চরিত্রে কঙ্কনা সেনশর্মা। তবে, এদের কারুর সঙ্গেই কথা হয়নি এবং ঠিক হয়নি পরিচালকও।

অরিত্রের কথা অনুযায়ী এই ছবিতে টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীদের দেখা যেতে পারে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...