এবার থেকে নতুন স্টপেজে দাঁড়াবে অমৃত ভারত এক্সপ্রেস, জানুন সমস্ত সময়সূচি

নতুন আপডেট নিয়ে এল ভারতীয় রেল। অমৃত ভারত এক্সপ্রেস যাত্রীদের জন্য এল এক নতুন সুখবর।

এবার ভারতের প্রথম মালদহ টাউন – এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের স্টপেজ বাড়ল। জানা গিয়েছে যে এবার থেকে ঝাড়খাণ্ডের পাকুর স্টেশনে দাঁড়াবে এই একপ্রেসটি।

সমস্ত বাংলা ও ঝাড়খাণ্ড রেল যাত্রীদের জন্য এবার অনেকটাই সুবিধে হল। তাঁরা এবার অনায়াসে দক্ষিণ ভারত কিংবা বেঙ্গালুরুতে গিয়ে চিকিৎসা করাতে যেতেই পারবেন।

এছাড়া এই পাকুরে রয়েছে একাধিক পাথর কারখানা। তাই ব্যবসায়ী থেকে শ্রমিকরা এখানে কাজের সূত্রে এসেই থাকেন। ফলে, নতুন এই ট্রেনের স্টপেজ পেয়ে অনেকটাই সুবিধা পেল তাঁরা।

গতবছরের ৩০ ডিসেম্বর ভারতে চালু হয় দুটি অমৃত ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেন দুটি উদ্বোধন করেছেন। ৭ জানুয়ারি থেকে যাত্রী নিয়ে মালদহ টাউন- এসএমভিটি বেঙ্গালুরু যাত্রা শুরু করবে। 

এই উদ্যোগটি ঝাড়খণ্ডের সাধারণ মানুষের সুবিধার্থে এবং পাকুড় এলাকার যাত্রীদের কথা ভেবেই নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

জানা গিয়েছে যে ১৪ জানুয়ারি থেকে ১৩৪৩৪ মালদহ টাউন – এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস পাকুড় স্টেশনে স্টপেজে দাঁড়াবে। সেই ট্রেন পাকুড় পৌঁছাবে ১০:০০টায় এবং ১০:০২ টায় সেখান থেকে ছাড়বে।

এছাড়া বিপরীত দিকে, অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে ১৩৪৩৩ এসএমভিটি বেঙ্গালুরু – মালদহ টাউন অমৃত ভারত এক্সপ্রেস পাকুড় স্টেশনে থামবে। সেই ট্রেন পাকুড় স্টেশনে পৌঁছাবে ০৯.১০ টায় এবং সেখান থেকে ০৯.১২টায় ছেড়ে যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...