অসমে সমস্ত কারখানা এবং শিল্প প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন রাখার সিদ্ধান্ত

ইদানিং দেশের বিভিন্ন জায়গায় মহিলাদের ঋতুকালীন সময়ে হাইজিন বিষয়ে যথেষ্ট সচেতনতার প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার  পাশাপাশি সরকারি স্তরেও বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের একটি অঙ্গ হিসেবে মহিলাদের স্যানিটারি ন্যাপকিনের প্রচার এবং তার ব্যবহারের সুফল নিয়ে গ্রামীণ এলাকায় প্রচার চালানো হচ্ছে।

                    এবারে অসম সরকার এগিয়ে এলো এই বিষয়ে মহিলাদের সুবিধা করে দেবার লক্ষ্যে। রাজ্যের সমস্ত কারখানা এবং শিল্প প্রতিষ্ঠানে মহিলা কৰ্মচারীদের জন্য বাধ্যতামূলকভাবে স্যানিটারি ন্যাপকিন রাখার নির্দেশ দিল অসম সরকার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি জানান, কর্মরত মহিলাদের সুবিধার্থে সরকার সব কারখানা এবং শিল্প প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন রাখা বাধ্যতামূলক করে দিয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে স্বাভাবিকভাবেই বাইরে বেরোনো তথা অফিসে কাজ করা মহিলাদের জন্য যথেষ্ট সুবিধা হল। রাস্তাঘাটে অনেক সময়ে মহিলাদের বিব্রত হতে হয় স্যানিটারি ন্যাপকিনের অভাবে। প্রত্যেক কারখানা তথা শিল্প প্রতিষ্ঠানে এই ব্যবস্থা থাকলে, সেখানে কর্মরত মহিলাদের যে যথেষ্ট সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখেনা।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...